March 22, 2025, 6:09 pm

নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ॥ অবরোধের নামে জ্বালাও পোড়াও ভাংচুর নাশকতার বিরুদ্ধে কটোর হুশিয়ারী

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় হরতাল অবরোধের নামে জ্বালাও পোড়াও ভাংচুর নাশকতার বিরুদ্ধে কটোর হুশিয়ারী দেয়া হয়েছে। গতকাল ১২ জানুয়ারী সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে নির্বাহী অফিসার মুহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ বাহুবল এলাকার সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী। বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মাওঃ আশরাফ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুর উদ্দিন বীর প্রতীক, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জাতীয় পার্টি সভাপতি ডাঃ শাহ আবুল খয়ের, সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী, সাংবাদিক সরওয়ার শিকদার, ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, দিলাওর হোসেন, মেহের আলী মালদার, সমর চন্দ্র দাশ, মোঃ জাবিদ আলী, মোঃ নজরুল ইসলাম, আবুল খয়ের গোলাপ, মোঃ ছালিক মিয়া প্রমূখ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মোঃ আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ অর্ধেন্দু চন্দ্র দেব, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমীন, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহান খালেদ, হাজ্বী আব্দুল মুক্তাদির চৌধুরী, মিনিবাস মালিক সমিতির সম্পাদক মাহবুবুল আলম সুমন প্রমূখ। সভায় দেবপাড়া ইউপি চেয়ারম্যান জাবিদ আলীর বিরুদ্ধে মিথ্যা মামলা, গজনাইপুর ইউনিয়নের লো গ্রামে আলী নেওয়াজ এর বাড়ী দখলে পুলিশের সহায়তা, সন্ত্রাসী বাহিনীর গুলি বর্ষণের ঘটনা, পুলিশের পক্ষপাতিত্বের ভূমিকায় এলাকাবাসী পুলিশের প্রতি আস্থা হারিয়েছে বলে জানানো হয়। সভায় হরতাল অবরোধ এর নামে গাড়ী ভাংচুরের অধিকার কেউ দেয়নি। তা রাজনৈতিক কর্মসূচী হতে পারেনা। রাজনৈতিক নেতা হিসাবে ঘরে বসে থাকবেন আর ভাংচুর জ্বালাও পুড়াও করা হবে নেতা হিসাবে এর দায় এড়াতে পারবেননা। মাধবপুর থেকে সৈদপুর পর্যন্ত মহাসড়ককে নিরাপত্তা দিতে হবে। এজন্যে সকল প্রতিনিধিকে জন নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। সভায় নবীগঞ্জে জুয়া, চুরি, ডাকাতি প্রতিরোধে পুলিশের টহল ব্যবস্থা জোরদারের আহবান জানানো হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.