মির্জা হোসাইন আহমদ (হামজা) ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের স্থানীয় খনকারীপাড়া গ্রামবাসীর পক্ষ থেকে নবীগঞ্জ-বাহুবল নির্বাচী এলাকার সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবুকে এক বিশাল গণ-সংবর্ধনা দেয়া হয়। গতকাল মঙ্গলবার বিকালে নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গফুর চৌধুরীর সভাপতিত্বে ও নবীগঞ্জ পৌর আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরীর পরিচালনায় আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তিত্ব এম.এ মুনিম চৌধুরী বাবু এম.পি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুর্শি ইউ/পির চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ। এতে খনকারীপাড়া গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন বিশিষ্ট মুরুব্বী আঃ গাফ্ফার তালুকদার, রমিজ মিয়া, আঃ কাদির, এয়াহিয়া চৌধুরী। আয়োজিত সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহমদ, উপজেলা যুব সংহতির সভাপতি- সরোয়ার সিকদার, সাধারন সম্পাদক- নুরল আমীন পাঠান (ফুল মিয়া), সাংগঠনিক সম্পাদক- মির্জা হোসাইন আহমদ (হামজা), নবীগঞ্জ ডিগ্রি কলেজ শাখার ছাত্র সমাজ সভাপতি- নিয়ামুল করিম অপু, কুর্শি ইউপি যুব সংহতির সাধারন সম্পাদক- বদরুল হাসান জাহাঙ্গীর, ছাত্র সমাজ নেতা হাফিজ আঃ মালিক ও মৌলদ হোসেন। সংবর্ধনা সভায় ইউ.পি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান সহ গ্রামবাসীর পক্ষে বক্তাগন গ্রামের রাস্থাসহ সার্বিক উন্নয়নে সংবর্ধিত ব্যক্তিত্ব এমপি মুনিম চৌধুরী বাবুর নিকট দাবী জানান এবং তাঁকে সম্মাননা ক্রেষ্ট প্রধান করেন। প্রধান অতিথির বক্তব্যে এমপি মুনিম চৌধুরী বাবু গ্রামবাসীর উদ্দেশ্যে বলেন, আপনাদের এলাকার রাস্থা নির্মানের দাবীগুলো সংশ্লিষ্টি দপ্তরে ইতোমধ্যে পৌঁছে দিয়েছি ও হযরত শাহ্ কতুব উদ্দিন (রঃ) এর মাজার হইতে তিন তালাব পর্যন্ত রাস্থা পাকা করনের প্রতিশ্র“তি দেন এবং খনকারী পাড়া গ্রামের ফুটবল মাঠের সংস্কারের জন্য এক মেট্রিক টন চাল বরাদ্দের ঘোষণা করেন। এছাড়া তিনি তার বক্তব্যে আরো বলেন, কুর্শি ইউনিয়নের সন্তান হিসেবে, অত্র ইউনিয়নের উন্নয়ন কর্মকান্ডে আমার সার্বিক প্রচেষ্টা অব্যাহত থাকবে, এতে আপনাদের দোয়া ও সকলের আন্তরিক সহযোগীতা কামনা করি।
Leave a Reply