ইকবাল হাসান চৌধুরী ॥ হবিগঞ্জ সদর উপজেলার অলিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩ শিশু অপহরণের সময় আন্তজেলা শিশু পাচারকারী চক্রের এক যুবক ধরাশায়ী হয়েছে। এসময় মাইক্রোবাস নিয়ে ওই চক্রের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। জনতা গণধোলাই দিয়ে ওই চক্রের সদস্য আবু বক্কর (২২) কে শায়েস্তাগঞ্জ থানায় সোপর্দ করেছে। সে বাহুবল উপজেলার অলুয়া গ্রামের আরশ মিয়ার পুত্র। এলকাবাসী সূত্রে জানা যায়, একটি কালো গ্লাসের মাইক্রোবাস নিয়ে শিশু পাচারকারী চক্রের সদস্য কয়েকদিন ধরে স্কুলের আশেপাশে ঘোরাঘুরি করছিল। এতে এলাকাবাসীর সন্দেহ হলে তারা উৎপেতে থাকে। গতকাল বুধবার দুপুরে স্কুল ছুটির পর ওই স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্রী সুইটি আক্তার (৯), রূপালী (১০) ও শারমিন আক্তার লিমা (১০) কে স্কুলের পাশে অলিপুর আঞ্চলিক সড়ক থেকে অপহরন করে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এসময় এলাকাবাসী ধাওয়া করলে পাচারকারী গাড়ি নিয়ে পালিয়ে যায়। এ সময় ওই চক্রের সদস্য আবু বক্কর ধরা পড়ে। এব্যাপারে স্কুলের প্রধান শিক্ষিকা ইসরাত জাহান জানান, ওই চক্রের সদস্যরা স্কুলে এসে উল্লেখিত ছাত্রীদেরকে নানান কৌশলে খুজতে থাকে। এসময় উল্লেখিত ছাত্রীরা তাদের চিনে না বলে জানালে তারা চলে যায়। এরপর ওই সড়কে তারা উৎপেতে বসে থাকে। অলিপুর গ্রামের লিমার পিতা আহাদ ও রূপালীর পিতা তৈয়ব আলী জানান ওই গাড়ি নিয়ে পাচারকারীরা স্কুলের আশেপাশে কয়েকদিন ধরে ঘুরাঘুরি করছে। যদি সময় মত তাদের ধরা যেতো না তাহলে হয়তবা আমাদের শিশুদেরকে কোথাও পেতাম না। এ ঘটনার পর থেকে ওই স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আতংক বিরাজ করছে। এ ব্যপারে শায়েস্তাগঞ্জ থানার ওসি ইয়াছিন জানান, শিশু পাচারকারী সন্দেহে আবু বক্করকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। বিষয়টি রহস্যজনক বলে কতিয়ে দেখা হচ্ছে।
Leave a Reply