,

জেলা প্রশাসক জয়নাল আবেদীন বানিয়াচঙ্গের ফায়ার সার্ভিস ও পরীক্ষা কেন্দ্র পরিদর্শন

বানিয়াচং প্রতিনিধি ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন বানিয়াচঙ্গে অনুষ্ঠিত এস.এস.সি ও সমমানের পরীক্ষা কেন্দ্র সমুহ এবং বানিয়াচং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন পরিদর্শন করেছেন। ১৪ ফেব্র“য়ারী সকালে বানিয়াচং এল.আর সরকারী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র, বানিয়াচং সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র এবং বানিয়াচং ফাজিল মাদ্রাসা কেন্দ্র পরিদর্শনকালে ডেপুটি কমিশনার সুষ্টু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণ করায় সংশ্লিষ্টদের প্রশংসা করেন। অপরাহ্নে জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন বানিয়াচং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন পরিদর্শন করেন। এসময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ফায়ার স্টেশন উদ্ভোধন করলেন অথচ আজও অসমাপ্ত রয়ে গেল বৈদ্যুতিকরণ ও সেনিটেশন কার্যক্রম। তিনি পরিদর্শন খাতায় অসমাপ্ত কাজ সমাপ্তির জন্য গণপূর্ত বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন। পরীক্ষা কেন্দ্র ও ফায়ার স্টেশন পরিদর্শনকালে তার সাথে ছিলেন বানিয়াচঙ্গ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম, নবাগত ওসি ইন্সপেক্টর নির্মলেন্দু চক্রবর্তী, হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন ও বানিয়াচং সদর দক্ষিণ পূর্ব ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.