,

নবীগঞ্জে উৎসব মুখোর পরিবেশে এ.কে ট্রাস্টের মেধা বৃত্তি প্রদান ॥

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে এ.কে (আফতা-খোদেজা) শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে গতকাল শুক্রবার সকালে হোমল্যান্ড আইডিয়াল স্কুল প্রাঙ্গনে শিক্ষা বৃত্তি-২০১৫ইং অনুষ্ঠিত হয়েছে। উক্ত ট্রাস্টের প্রথম মেধা বৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন স্কুলের প্রায় ২১৯ জন মেধাবী ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করে। এরমধ্যে ২০ জন শিক্ষার্থী মেধা তালিকায় সর্বোচ্চ নম্বার পেয়ে উর্ত্তীণ হয়েছে। এতে প্রথম হয়েছে হোমল্যান্ড স্কুলের অর্চিতা দাশ নদী। তাকে ট্রাস্টের পক্ষ থেকে নগদ ১৫ হাজার টাকা এবং বাকী ১৯ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে নগদ ১০ হাজার টাকা করে বৃত্তি সনদ পত্র দেয়া হয়েছে। হোমল্যান্ড আইডিয়াল স্কুলে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্টানে সভাপতিত্ব করেন আফতাব-খোদেজা ট্রাস্টের সহ সভাপতি ও সাবেক প্রকৌশলী আবিদুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি এম.এ মুনিম চৌধুরী বাবু এমপি। বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা শামীম আহমদ এর মাতা খোদেজা খাতুন লস্কর, হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজের অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য্য, সিলেট মদন মোহন কলেজের অধ্যক্ষ ও হোমল্যান্ড আইডিয়াল স্কুলের সভাপতি ড. আবুল ফতেহ ফাত্তাহ, শাহ জালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের সাবেক রেজিষ্ট্রার ফয়জুল হক, নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি শামীম আহমদ’র সহধর্মীনী রেহানা আহমদ, বৃন্দাবন কলেজের ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপিকা সৈয়দা রকিবুন্নাহার, নবীগঞ্জ প্রেস ক্লাব সভাপতি এটিএম সালাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী গোলাম মোস্তফা চৌধুরী, ট্রাস্টের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন মোঃ ইকবাল চৌধুরী, হোমল্যান্ডের ডিরেক্টর আব্দুল আহাদ সাদী, জাপা সেক্রেটারী মাহমুদ চৌধুরী, হোমল্যান্ড স্কুলের অধ্যক্ষ তাপশ আচার্য্য প্রমূখ। পরে বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষনা করেন কাগাপাশা জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরীক্ষার কেন্দ্র পরিচালক আশিষ কুমার। এছাড়া উক্ত অনুষ্টানকে কেন্দ্র করে হোমল্যান্ড আইডিয়াল স্কুলের শিক্ষার্থীদের নাচ, গান ও আবৃত্তিতে অনুষ্টানকে প্রাণবন্ত করে তোলে। বিস্তার করে উৎসবের আমেজ। অনুষ্টানের প্রধান অতিথি এম.এ মুনিম চৌধুরী বাবু এমপি শিক্ষার প্রসার বিস্তারে আফতাব-খোদেজা ফাউন্ডেশন ট্রাস্টর এই উদ্যোগের ভুয়ষী প্রশংসা করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ গড়তে শিক্ষার পাশাপাশি তথ্য প্রযুক্তিতেও আমাদের মনযোগী হতে হবে। এ সময় তিনি হোমল্যান্ড আইডিয়াল স্কুলের পুকুর ভরাটের জন্য ১ লাখ টাকা অনুদানের ঘোষনা দেন। ২০ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রথম স্থানসহ ৯টি হোমল্যান্ড স্কুল, জেকে হাইস্কুল ৬টি, রাগিব-রাবেয়া স্কুল এন্ড কলেজ ৩টি, হিরামিয়া গালর্স স্কুল ১টি এবং তাহিরপুর মাদ্রাসা ১টি করে বৃত্তি লাভ করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.