,

চুনারুঘাটে ইকোনমিক জোন প্রতিষ্ঠার লক্ষ্যে মত বিনিময়

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ইকোনমিক জোন প্রতিষ্ঠা করার লক্ষ্যে এক মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সোমবার দুপুর ১টায় অগ্রনী উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট-মাধবপুর এলাকার সাংসদ এডভোকেট মাহবুব আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত সচিব পবন চৌধুরী, জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, হবিগঞ্জ পুুলিশ সুপার জয় দেব কুমার ভদ্র, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শাসছুন্নাহার চৌধুরী, সৈয়দ মোতাব্বির আলী, সত্যেন্দ্র চন্দ্র দেব, চা শ্রমিক নেতা শ্যামসুন্দর রায়, ইয়াকুব আলী, বিবেকান্দ ভৌমিক বিভু। এ ছাড়াও বিভিন্ন চা-বাগানের বাগান ব্যবস্থাপক, চা শ্রমিকসহ এলাকার সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন বর্তমান সরকার চা-শ্রমিকদের ভাগ্য উন্নয়নের নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইকোনমিক জোন প্রতিষ্ঠা হলে চা শ্রমিকরা বেশি লাভবান হবে। চা শ্রমিকদের কোন ক্ষতি হোক তা আমি চাইব না। এই অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার হলে বেকার চা শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ হবে। উল্লেখ্য যে, চান্দপুর চা বাগানে আগামী এপ্রিল মাস থেকেই ৫১১ একর ভুমিতে ইকোনমিক জোন প্রতিষ্ঠার কাজ শুরু হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.