,

স্থগিত এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা হরতালের কারণে স্থগিত ৮ ও ১০মার্চের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঠিক করা হয়েছে। গতকাল শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নতুন এ তারিখ নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন তারিখ অনুযায়ী ৮ মার্চের স্থগিত পরীক্ষা আগামী ২৭ মার্চ সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। অন্যদিকে ১০ মার্চের স্থগিত পরীক্ষা ২৮ মার্চ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ওই কর্মকর্তা আরও জানান, সংগীত ও বেসিক ট্রেডসহ সব ধরনের ব্যবহারিক পরীক্ষা আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিলের মধ্যে শেষ করতে বলা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.