March 23, 2025, 3:01 pm

মাধবপুরে বিটকয়েন বেচাকেনা চক্রের তিন সদস্য গ্রেফতার

জুয়েল চৌধুরী ॥ বিটকয়েন (ভার্চুয়াল মুদ্রা) বেচাকেনা চক্রের তিন সদস্যকে মাধবপুর থেকে গ্রেফেতার করছে বগুড়ার সাইবার পুলশি। হবিগঞ্জ জেলায় দু’দিনব্যাপী অভিযান চালিয়ে চক্রটির তিন সদস্যকে গ্রেফতার করা হয়। তারা হলো মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের আহসান হাবিব ওরফে শাহ মোঃ তানিম (২২) ও সোহেল মিয়া ওরফে কাজী সোহেল (২৭) এবং রায়পুর উপজেলার বামনী গ্রামের মারুফ হোসাইন ওরফে মারুফ (২৫)। তখন তাদের কাছ থেকে দুটি ল্যাপটপ, ১৬টি মোবাইল ফোন ও ২০টি সিমর্কাড উদ্ধার করা হয়। একই সঙ্গে তাদের ব্যবহৃত দুটি ওয়েব সাইটের নিয়ন্ত্রণও নিয়েছে বগুড়ার সাইবার পুলিশ দল। বগুড়া সাইবার পুলিশের পরির্দশক এমরান মাহমুদ তুহিন বিষয়টি নিশ্চত করে জানান, গ্রেফতার তানিম, সোহেল ও মারুফের বিরুদ্ধে বগুড়া সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার তাদেরকে বগুড়া সদর থানায় নিয়ে যাওয়া হয় এবং তাদের সাড়ে জড়িত বাকীদের গ্রেফতার করতে  পুলিশের অভিযান অব্যাহত আছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.