March 23, 2025, 3:13 pm

মাধবপুরে মে দিবসে চা শ্রমিকদের ভূমির মালিকানা দাবি

মাধবপুর প্রতিনিধি :: মহান মে দিবস উপলক্ষে মাধবপুর উপজেলার নয়াপাড়া চা বাগানে র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্টিত হয়েছে। সমাবেশে চা শ্রমিকদের স্থায়ী ভ‚মির ব্যবস্থা সরকার কে করতে হবে বলে দাবি করেন। গত বুধবার সকালে মন্দির প্রাঙ্গনে লস্করপুর ভ্যালির উদ্যোগে আয়োজিত সভায় ২৩ টি চা বাগান থেকে কয়েক হাজার নারী পুরুষ চা শ্রমিক অংশ গ্রহন করেন। শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক রাম ভজন কৈরীর নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বাগান এলাকা সহ নয়াপাড়ার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে বাগানের নাট মন্দিরে গিয়ে শেষ হয়। পরে নয়াপাড়া চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি কমেট নায়কের সভাপতিত্বে অনুষ্টিত শ্রমিক সমাবেশে সভায় প্রধান অতির্থির বক্তব্যে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক রাম ভজন কৈরী বলেন, চা শ্রমিকদের স্বার্থ বিরোধথী সকল আইন সংসদে বাতিল করতে হবে। শ্রমিক মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। শ্রমিকদের নিরাপদ বাসস্থান, বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করতে হবে। তিনি চা শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, ভুমি অধিকার নিয়ে আন্দোলন চলমান রাখতে হবে। আমরা পরের জায়গায় জন্ম গ্রহন করি তাই আমাদের নিজেদের ভ‚মির ব্যবস্থা সরকার কে করতে হবে। আমাদেরকে মালিকানাসহ ভ‚মি সরকারকেই দিতে হবে। তিনি আরো বলেন, অধিকার কেউ কাউকে দেয় না। অধিকার আদায় করে নিতে হয়। আমরা ঐক্য বদ্ধ থাকলে আমাদের সকল অধিকার আদায় হবে। শ্রমিক সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ানের যুগ্ম সাধারন সম্পাদক নৃপেন পাল,লস্করপুর ভ্যালীর কার্যকরী পরিষদের সভাপতি রবীন্দ্র গৌড়, সহ সভাপতি শ্রীমতি উজ্জ্বলা পাইনকা,সাধারন সম্পাদক শ্রী অনিরোদ্ধ বাড়াইক, চা শ্রমিক নেতা স্বপন সাওতাল, কাঞ্চন পান, দুলাল ঘোষ, সাইমন মরমু, মিরা কৈরী প্রমূখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.