March 23, 2025, 3:53 am

বানিয়াচংয়ে রোগীর গাড়িতে ডাকাতের হানা, আহত ৫

নিজস্ব প্রতিনিধি :: বানিয়াচং উপজেলার বিথঙ্গল থেকে রোগী নিয়ে জেলা সদর হাসপাতালে আসার পথে আজমিরীগঞ্জ উপজেলার কচুয়ার হাওরে নারীসহ পাঁচজনকে কুপিয়ে টাকা ও মোবাইল ফোনসহ মালামাল নিয়ে গেছে ডাকাতরা। এ সময় ভাঙচুর করা হয়েছে রোগী বহনকারী টমটমটিও। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকি ৩ জনকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাতে বিথঙ্গল গ্রামের ডায়রিয়া আক্রান্ত ইন্দ্রজিত দাস নামে এক বৃদ্ধকে নিয়ে টমটম যোগে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে আসছিলেন তার স্বজনরা। পথিমধ্যে কচুয়ার হাওর নামক স্থানে একদল ডাকাত তাদের টমটমের গথিরোধ করে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাদের সঙ্গে থাকা নগদ ১০ হাজার টাকা ও ৩টি মোবাইল ফোন নিয়ে চলে যায় ডাকাত দল। পরে আহতাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় বানিযাচং উপজেলার পইলারকান্দি ইউনিনের বিথঙ্গল ইন্দ্রজিৎ দাসের ছেলে অজিত দাস (৩৫) ও সিরাজ মিয়াকে (৩০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এছাড়া একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে ফিরোজ মিয়া (২৭), লক্ষী কান্ত (৪৮) ও শামীম মিয়াকে (৪০) হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সাইফুর রহমান সোহাগ বলেন, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাই তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা এখানেই চিকিৎসাধীন। হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেল) শৈলেন চাকমা বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.