March 18, 2025, 11:39 pm

মাধবপুরে পিকআপ উল্টে ব্যবসায়ী নিহত ॥ আহত ৮

মাধবপুর প্রতিনিধি ॥ সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে পিকআপ ভ্যান উল্টে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাকসাইর নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত ব্যবসায়ী ডালিম মিয়া (৩৬) ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার রুস্তমপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তাঁরা চানপুর বাগান থেকে পিকআপ ভ্যানটি যাত্রী নিয়ে মাধবপুর বাজারে যাচ্ছিল। পথিমধ্যে বাকসাইর নামক স্থানে পৌঁছলে পিকআপ ভ্যানটি উল্টে যায়। এতে ডালিম মিয়াসহ ৯ জন গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডালিম মিয়াকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় আহতরা হলেন- কাউছার মিয়া (৩০), আজু মিয়া (৬০), সালাউদ্দিন (৩৫), মোহন মিয়া (৩০), রাশেদ (২৫), ফুল বাদশা (৩২), আতাউর রহমান (৫৬)। তাদেরকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.