March 18, 2025, 10:44 pm

এক সঙ্গে ৬ বাচ্চার জন্ম!

সময় ডেস্ক ॥ কথায় বলে, ‘লাখে একটা’। কিন্তু এই ঘটনা এতোই বিরল যে, লাখে তো নয়ই। বরং কোটিতে একটা ঘটে কি না সন্দেহ। গত সোমবার এ রকমই এক ঘটনার সাক্ষী থাকলেন পোল্যান্ডের ক্রাকউ শহরের ইউনিভার্সিটি হাসপাতালের চিকিৎসকরা। হাসপাতালে এক সঙ্গে ছয় শিশুর জন্ম দিলেন এক পোলিশ নারী। এরপর থেকেই চিকিৎসা বিজ্ঞানের এই বিরল ঘটনা নিয়ে উচ্ছ্বসিত সে দেশের মানুষজন। এক সঙ্গে ৬টি বাচ্চার জন্ম বা সেক্সটুপলেটস প্রথমবারের জন্য ঘটল পোল্যান্ডে। ঘটনার পর ইউনিভার্সিটি হাসপাতালের মুখপাত্র রিজজার্ড লুটারব্যাচ এক সংবাদ সংস্থাকে বলেন, ছয়টি বাচ্চার জন্ম দেয়া ওই নারীর বয়স ২৯ বছর। জন্ম দেয়ার পর ওই নারী ও তার বাচ্চারা সুস্থ আছেন বলেও জানিয়েছেন তিনি। ৬টি শিশুর মধ্যে দুই ছেলে সন্তান ও চারটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। প্রত্যেকটি বাচ্চার ওজন ৮৯০ গ্রাম থেকে ১ কিলোগ্রাম ৩০০ গ্রামের মধ্যে বলে জানিয়েছেন চিকিৎসকরা। গর্ভাবস্থার ২৯ সপ্তাহে ছয়টি সন্তানের জন্ম দিয়েছেন ওই নারী। এর আগে ওই নারীর ২ বছর বয়সী একটি ছেলেও রয়েছে। সেক্সটুপলেট-এর পর ওই নারীকে টুইটারে অভিনন্দন জানিয়েছেন পোল্যান্ডের প্রেসিডেন্ট অ্যান্দ্রেজ দুদা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.