March 23, 2025, 2:24 pm

মাধবপুরে অবৈধ দখল হতে শতকোটি টাকার ভূমি উদ্ধার

মোহা. অলিদ মিয়া ॥ মাধবপুরে অবৈধ দখলদারের হাত থেকে শতকোটি টাকার ভূমি উদ্ধার করা হয়েছে। উপজেলা সদরের দক্ষিনাংশে বহমান একমাত্র নদী সোনাই এর পাড়সহ বাজারের ভিতর সরকারী শতাধিক শতাংশ ভূমি দীর্ঘ দিন যাবৎ অবৈধ দখলদাররা ভোগ করে আসছিল। কোন ধরনের হস্তক্ষেপ না থাকায় সরকারী জায়গায় বহুতল ভবনও নির্মান করে দখলে রেখেছিল ভূমি দস্যুরা। অবৈধস্থাপনা ভেঙ্গে উন্মুক্ত করে দেওয়া বাজারের সৌন্দর্যবৃদ্ধিসহ জনগনের চলাচলের সুবিধা হয়েছে বলে মন্তব্য করে জাতীয় হিন্দু মহাজোট মাধবপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক সুভাষ দেব। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে ও সহাকারী কমিশনার (ভূমি) মোঃ মতিউর রহমান খান পর্যায়ক্রমে সরকারী ভূমি উদ্ধারে অভিযান পরিচালনা করেন। টানা তিন দিনসহ চলমান অভিযানে প্রায় শতাধিক শতাংশ ভূমি উদ্ধার হয়েছে বলে ভূমি অফিস সূত্রে জানা গেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে জানান-সরকারী সম্পত্তি উদ্ধার অভিযান অব্যহত থাকবে। অচিরেই মাধবপুর বাজারের ভিতরের পুকুরটি উদ্ধারে আমরা অভিযান চালানো হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.