March 23, 2025, 2:48 pm

শায়েস্তাগঞ্জ থেকে কর্মস্থলে ফিরছে বিভিন্ন পেশার মানুষ

সংবাদদাতা ॥ ঈদ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে বিভিন্ন পেশার মানুষ। কিন্তু তারা বিড়ম্বনায় পড়েছে বাস ও ট্রেনের টিকেট না পাওয়ার কারনে। তাই শায়েস্তাগঞ্জ সহ বিভিন্ন স্টেশনে ঈদের ছুটিতে আসা হাজারের ও বেশী যাত্রী এখন টিকেটের অভাবে বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। আটকা পড়া যাত্রীদের কাছে বাস ও ট্রেনের টিকেট যেন সোনার হরিন। গতকাল রবিবার শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে সরজমিন ঘুরে দেখা যায় , যাত্রী সাধরনের দুর্ভোগের করুন চিত্র। রেল স্টেশন কিংবা ট্রেনের ভিতরে তিল ধারনের ঠাঁই নাই, তবে যে সকল যাত্রী অগ্রিম টিকেট কেটে নিয়েছিলেন তারা কোন রকম গাড়ীতে উঠতে পেরেছেন। আবার কেউ কেউ ট্রেনে উঠতে না পেরে বাড়ীতে ফিরে যাচ্ছেন। যারা টিকেট কাউন্টারে উপস্থিত সময়ে টিকেট কিনতে গেছে তারা হতাশায় ভুগলে ও আসন বিহীন টিকিট সংগ্রহ করতে দেখা গেছে অনেককেই। বেলা ১ টায় রেল স্টেশন জুড়ে মানুষ আর মানুষ। ১ টা ৩০ মিনিটের দিকে সিলেট-চট্টগ্রাম আন্তঃনগর পাহাড়ীকা ট্রেনটি স্টেশনে পৌছলে যাত্রীদের হুড়োহুড়ি শুরু হয়। সিলেট ঢাকা শায়েস্তাগঞ্জ প্রবেশের প্রতিটি প্রথেই মানুষের ¯্রােত। গণপরিবহনে অতিরিক্ত যাত্রীর কারনে তারা যেমন দুর্ভোগে পরছেন তেমনি বাস ও ট্রেন ছাড়তে দেরী করায় পথে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। পাশাপাশি পরিবহন সংশ্লিষ্টদের বিরোদ্ধে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ আছে। শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে বসে কথা জনৈক যাত্রী কথা প্রসঙ্গে তিনি জানান, ছুটি শেষ হয়েছে, কিন্তু নির্ধারিত সময়ে অফিসে যেতে না পারলে অনেক ক্ষতি হয়ে যাবে। ট্রেনে ও বাসে আসন না পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে বিপাকে পড়েছি। অপেক্ষা করছি বিকল্প পথে কিভাবে যাওয়া যায়। কর্তব্যরত স্টেশন মাস্টার মোঃ জাহাঙ্গীর আলম জানান, নির্ধারিত ৩ মিনিট যাত্রা বিরতির ট্রেন ২৫ মিনিট বিলম্বে স্টেশন ছাড়তে হয় । অতিরিক্ত যাত্রীদের চাপের কারনে বাধ্য হয়ে ট্রেন বিলম্বে ছাড়া হয়। অপর দিকে প্রধান বাস কাউন্টার থেকে দুর-পাল্লার বাস গুলোতে ঠাসাঠাসি করে যাত্রী বোঝাই করার পরও তাদের কাছ থেকে কয়েক গুন বেশী ভাড়া আদায় করেছে বাস কাউন্টারের কতিপয় লোকজন। জনৈক ট্রেন যাত্রীর সাথে আলাপ কালে জানা যায়, স্টেশন মাস্টারের নির্দেশে টিকেট ক্রয়য়ের সময় জন প্রতি সর্বোচ্চ ২ টি টিকেট করে দেওয়া হয়। কিন্তু যে সব যাত্রীদের পরিবারের সদস্য সংখ্যা ৪ বা তারও অধিক তাদের উপায় কি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.