March 22, 2025, 6:35 pm

বানিয়াচং ও মাধবপুরে পৃথক সংঘর্ষে মহিলাসহ আহত অর্ধশতাধিক

জুয়েল চৌধুরী ॥ বানিয়াচংয়ে ও মাধবপুরে পৃথক সংঘর্ষে মহিলা শিশুসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামে ফুটবল খেলা নিয়ে আহত আলীর পুত্র তারেক মিয়ার সাথে জিগর আলীর পুত্র উজ্জল মিয়ার বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে আহাদ আলী তারেক মিয়ার নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উজ্জল মিয়ার বাড়িঘরে হামলা ভাংচুর চালায়। এক পর্যায়ে সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় আছিয়া খাতুন, নুরুন্নাহার, স্বপ্না আক্তার, জিগর আলী, নুর আলী, তাছলিাম, নূর ইসলাম ও উজ্জলকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় জিগির আলীকে সিলেট প্রেরণ করা হয়েছে। বাকীদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। অপরদিকে গতকাল দুপুরে মাধবপুর উপজেলার পুরাইকলা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে সদর হাসপাতালে ভর্তি ও অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। গতকাল মঙ্গলবার সকালে এসব সংঘর্ষের ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের দুলাই মিয়ার পুত্র পারভেজ মিয়ার সাথে একই গ্রামের মিনাজ উদ্দিনের পুত্র বাবুর মিয়া পূর্ব বিরোধোর জেরে বাক-বিতন্ডা হয়। গুরুতর আহত অবস্থায় রাকেয়া খাতুন, নজরুল ইসলাম, মানিক চান, মোসুমি আক্তার, সাঈফ মিয়া, জামান খা, দুলাই মিয়া, পারভেজ মিয়া, আাইয়ুব আলী, মানিক মিয়া, আব্দুর রশিদকে হবিগঞ্জ সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.