স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের এমপি আলহাজ্ব গাজী শাহনওয়াজ মিলাদ উমরাহ হজ্ব পালন শেষে তার সাথে ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিমিয় করেছেন নিজ নির্বাচনী এলাকার সাধারণ জনগণ ও দলীয় নেতৃবৃন্দ। পবিত্র ওমরাহ পালন ও সংসদীয় বাজেট অধিবেশনে অংশগ্রহণ শেষে গতকাল শুক্রবার বাদ জুম্মা তার নিজ নির্বাচনী এলাকা আউশকান্দি শাহ এএসএম কিবরিয়া স্কয়ারে পৌছলে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এমপি মিলাদ গাজীকে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিশাল মোটরসাইকেল শোভা যাত্রা দিয়ে নবীগঞ্জ শহরে নিয়ে আসেন। পরে শহরের নতুন বাজার মোড়ে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখবেন- জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. আবুল ফজল, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর কাদের হেলাল, হবিগঞ্জ জেলা যুবলীগের সহ-সভাপতি শাহেদ গাজী, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোস্তাক গাজী, নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খয়রুল বশর চৌধুরী, ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আমিনুর রহমান সুমন, নবীগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হাবীবুর রহমান হাবীব, নবীগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অপু, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, যুবলীগ নেতা গোলাম কিবরিয়া চৌধুরী সাহেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ ফয়ছল তালুকদার, পৌর ছাত্রলীগের সভাপতি বাবলু আহমেদ প্রমূখ। এছাড়াও উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খয়রুল বশর চৌধুরী, সহ-সভাপতি পিন্টু রায়, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, পৌর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি হিমাদ্রী শেখর দাশ, সবুর আহমদ, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি চৌধুরী, পৌর আওয়ামীলগ নেতা এটি এম রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারন সম্পাদক হাফিজ আহমদ, মানিক দাশসহ মোটরসাইকেল শোভা যাত্রা, পথ সভা ও ঈদ পূর্ণমিলনিতে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে আলহাজ্ব গাজী পরে শাহনওয়াজ মিলাদ গাজী এমপি নবীগঞ্জ উপজেলা পরিষদ ডাক বাংলোয় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদান করেন।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সাংসদ আলহাজ্ব শাহনওয়াজ মিলাদ এমপি বলেন, এবারের বাজেট দেশের সার্বিক উন্নয়ন ও জনবান্ধব একটি বাজেট। এ সময় তিনি আরো বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার একটাই উদ্দেশ্য ও লক্ষ্য দেশের মানুষের সার্বিক উন্নয়ন ও স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও একটি আধুনিক সুখী সমৃদ্ধ একটি দেশ ও জাতি বিনির্মান করা ও জিরো ট্রলারেন্স দূর্নীতি সন্ত্রাস ও দারিদ্রমুক্ত বাংলাদেশ উপহার দেওয়া জীবনের শেষ যুদ্ধ ও লক্ষ্য। পথ সভায় এমপি মিলাদ গাজী আরো বলেন- ‘তৃনমূলের নেতাকর্মীদের নিয়ে নবীগঞ্জ ও বাহুবল উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবো।
Leave a Reply