নিজস্ব প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলার নগর গ্রামে জহিরুল ইসলাম (২০) নামের এক টমটম চালক গলায় ফাস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। তবে তার পরিবারের দাবি তাকে বিয়ে না করানোর কারণে এ ঘটনা ঘটিয়েছে। সে ওই গ্রামের ফরিদ মিয়ার পুত্র। জানা যায়, জহিরুল টমটম চালিয়ে জীবিকা নির্বাহ করে। গত রবিবার বিকালে পারিবারিক কলহের জের ধরে এবং তাকে পছন্দের প্রার্থীর সাথে বিয়ে না দেয়ায় ঘরের দরজা বন্ধ করে গলায় ফাস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে পরে আশঙ্কাজনক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
Leave a Reply