নিজস্ব প্রতিনিধি :: শায়েস্তাগঞ্জ উপজেলার কাজিরগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র থেকে ফেরার পথে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ জামাল মিয়া (২৮) কে কুপিয়ে ক্ষতবিত করেছে একদল যুবক। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনাটি ঘটে। আহত সূত্রে জানা যায়, গতকাল ওই সময় কাজীগাও প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হলে পথিমধ্যে কাজীগাঁও গ্রামের একদল যুবক ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ক্ষতবিত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
Leave a Reply