,

সড়কের উপর দিয়ে চলাচলের কোন নিয়মই মানছে না ট্রাক্টর চালকরা হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে ট্রাক্টর চাপায় শিশুসহ ৪ যাত্রী নিহত ॥ চালক পলাতক

জুয়েল চৌধুরী/এম.এ.আই সজিব ॥ হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের অগ্রদূত ফিলিং স্টেশনের সামনে ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই ৪ যাত্রী নিহত এবং ৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সকাল ৮টায়। নিহতরা হল, হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার শাহীন মিয়ার ১ বৎসরের শিশু সামিহা, নোয়াখাল চরগাঁও গ্রামের শহীদ মিয়ার স্ত্রী রহিমা (৩২), বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামের চেয়ারম্যানবাড়ির মৃত ইন্তাজ আলীর পুত্র লাল মিয়া (৬০) ও একই উপজেলার রামগঞ্জ (আলীগঞ্জ) এর আব্দুল মন্নানের পুত্র কলিম মিয়া (৩৫)। আহতরা হল, কাঠখাল গ্রামের তোঁতা মিয়ার পুত্র কাওছার মিয়া (২৪), বাগজুড় গ্রামের মনোরঞ্জন দাসের পুত্র সুলেন দাস (৩২), মৃত আছমত উল্লার পুত্র আব্দুল জলিল (৫২), দৌলতপুর গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র শাহ আলম (২৮), উমেদনগর এলাকার শাহীন মিয়ার স্ত্রী নিহত শিশু সামিহার মা রাহাতুন (১৯)। এদের মধ্যে আব্দুল জলিলকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় হবিগঞ্জ শহরমুখী আসা একটি টমটমকে নবীগঞ্জগামী একটি দ্রুতগামী ট্রাক্টর চাপা দিলে মুখোমুখি সংঘর্ষ ঘটলে এই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে হবিগঞ্জ দমকল বাহিনী ও হবিগঞ্জ সদর ও বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার সহযোগিতার লাশগুলো উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। উত্তেজিত জনতা এসময় ওই সড়কটি অবরোধ করে রাখলে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। ঘটনার পর পর ট্রাক্টর চালক পালিয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা আরো জানিয়েছেন, ইদানিংকালে ওই সড়ক দিয়ে ট্রাক্টর চলাচল বেপরোয়াভাবে বেড়েছে। ওই সব চালকরা গাড়ি চালানোর কোন নিয়মনীতিই মানছে না। ফলে ঘটছে এসব দূর্ঘটনা। সদর থানা ঘটনাটি নিশ্চিত করেছে। দূর্ঘটনাকবলিত ট্রাক্টর থানায় নিয়ে আসা হয়েছে। তবে ওই ট্রাক্টরের চালক আব্দুর রহিমকে খোজে পাওয়া যাচ্ছে না। এদিকে দূর্ঘটনায় নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.