,

মাধবপুরে ছাত্রদল নেতার প্রেমের টানে পালিয়ে গেলেন নববধু!

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর পৌরসভার সবুজবাগ এলাকার বাসিন্দা মজিবুর রহমানের মেয়ে নাছরিন আক্তার (২০) বিয়ের এক মাস ১০ দিনের মাথায় পালিয়ে গেলেন প্রেমিক ছাত্রদল নেতা মিজানের হাত  ধরে। এলাকাবাসী সূত্রে জানায়, পৌরসভার সবুজবাগ এলাকার মজিবুর রহমানের মেয়ে নাছরিন আক্তার কে ১৪ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়ীয়ার জেলা সদরের আমির পাড়ার খুরশেদ আলমের ছেলে প্রবাসী ফিরোজ মিয়া (২৭) এর সাথে বিয়ে হয়। দীর্ঘদিন ধরে নাছরিন আর মিজানের মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছিল। বিষয়টি নাছরিনের পরিবারের লোকজন জানতে পেরে তার অমতে নাছরিনকে তরিগড়ি করে বিয়ে দেয়। কিন্তু নাছরিন স্বামীর ঘরে যেতে চাইতেন না  এবং প্রেমিক মিজানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ রক্ষা করে চলতেন। তাই কৌশলে নাছরিন গত সোমবার মাধবপুর বেড়াতে আসলে কেনাকাটার নাম করে মিজানের সাথে পালিয়ে যায়। এ ব্যাপারে নাছরিনের বড় ভাই মোর্শেদ বাদী হয়ে মিজান কে প্রধান আসামী করে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.