,

নেপালে ভূমিকম্পে নিহতের সংখ্যা ১০ হাজার হতে পারে

সময় ডেস্ক ॥ নেপালে ভূমিকম্পে নিহতের সংখ্যা ১০ হাজারে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সুশীল কৈরালা। গতকাল মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। কৈরালা উদ্ধার তৎপরতা জোরদার করার নির্দেশ দিয়েছেন এবং আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছেন। শেষ পর্যন্ত নিহতের সংখ্যা যদি দশ হাজারে পৌঁছায় তবে তা হবে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় ট্রাজেডি। এর আগে ১৯৩৪ সালে নেপালে এক ভূমিকম্পে ৮ হাজার ৫ শত লোক নিহত হয়। এদিকে জাতিসংঘ জানিয়েছে, শনিবারের ভূমিকম্পে নেপালে আশি লাখ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। ধ্বংসস্তূপের ভেতর থেকে এখন পর্যন্ত ৪ হাজার ৩৫২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন অন্তত ৮ হাজার ৬৩ জন। বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে জানা যাচ্ছে, মধ্যরাতের পর থেকে দেশটিতে এখন পর্যন্ত ৫৯টি পরাঘাত বা আফটারশক আঘাত হেনেছে। সর্বশেষ আফটারশকটি হয়েছে মঙ্গলবার ভোরে। লাখ লাখ মানুষ আরো একটি রাত খোলা আকাশের নীচে কাটিয়েছে। দেশটিতে ব্যাপক ভিত্তিক আন্তর্জাতিক উদ্ধার অভিযান চলছে। সরকার বলছে, সেখানে চিকিৎসক, কম্বল, বিদ্যুৎ, গাড়িচালক সবকিছুর অভাব দেখা দিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, রোগবালাই ছড়িয়ে পড়তে পারে। বর্ষা মৌসুম চলে আসার আগেই ক্ষতিগ্রস্থদের আশ্রয় দেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন একটি দাতব্য সংস্থার মুখপাত্র। নেপালের সেনা ও পুলিশ বাহিনীর প্রায় পুরোটাই উদ্ধার তৎপরতায় নিয়োগ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.