হাতের আঙ্গুল কেটে দিয়েছে প্রতিপক্ষএম.এ.আই সজিব ॥ সরকারি বৃন্দাবন কলেজের ছাত্র এইচএসসি পরীক্ষার্থী সুজন মিয়া (২০) নামে এক যুবকের চাইনিজ কুড়াল দিয়ে হাতের তিনটি আঙ্গুল কেটে ফেলেছে তার প্রতিপক্ষের লোকজন। এমনকি হাত পায়ের রগও কেটে দিয়েছে। মুর্মুর্ষু অবস্থায় তাকে পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর সাতপাড়িয়া রাস্তার মুখে এ ঘটনা ঘটে। জানা যায়, মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামের তৈয়ব আলীর পুত্র সরকারি বৃন্দাবন কলেজের ছাত্র ও এইচএসসি পরীক্ষার্থী সুজন প্রতিদিনের মতো গতকাল দুপুরে পরীক্ষা দিয়ে বাসযোগে বাড়ি ফেরার পথে পূর্ব বিরোধের জের ধরে প্রতিবেশী নবী হোসেনের পুত্র এনাম, পানাম, মতলিবসহ কতিপয় যুবক হবিগঞ্জ থেকে সুজনের পিছু নেয়। উল্লেখিতস্থানে পৌছলে সুজনকে জোরপূর্বক বাস থেকে নামিয়ে সাত পাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের নিকট নিয়ে যায়। সেখানে কোর্টের মহড়া কাছম আলীর হুকুমে খুন করার জন্য চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকে। এসময় তার ডান হাতের তিনটি আঙ্গুল কেটে মাটিতে পড়ে যায়। ডান ও বাম হাতের এবং হাত পায়ের রগ কেটে যায়। মৃত ভেবে দুর্বৃত্তরা চলে গেলে স্থানীয় লোকজন মুর্মুুর্ষু অবস্থায় সুজনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল পরে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। এ খবর শহরে ছড়িয়ে পড়লে সুজনের সহপাঠীরা হাসপাতালে ছুটে আসেন এবং দুর্বৃত্তদের শাস্তির দাবী করেন। অনুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন ধরে কাছম আলীর সাথে নবী হোসেনের জমি নিয়ে বিরোধ ও মামলা মোকদ্দমা চলছিল। এব্যপারে মাধবপুর থানার ওসি মোল্লা মনির হোসেন জানান, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply