মুজাহিদ চৌধুরী ॥ বাহুবল মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল ৩১ অক্টোবর শুক্রবার। ৪৩ জন ভোটারের গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হচ্ছেন ক্লাবের কর্নদারগণ। তবে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টার মধ্যে ভোট প্রদান সমাপ্ত হচ্ছে বলে জানা গেছে। তফশীল ঘোষনার পর থেকেই প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছেন। ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার মোঃ নুরুল ইসলাম মনি, নির্বাচন কমিশনার সমুজ আলী রানা ও আব্দুল জব্বার ফুল মিয়ার অক্লান্ত পরিশ্রম আর ব্যস্ত সময়ের মধ্যে উপহার দিচ্ছেন একটি নির্বাচন। ক্রমান্নয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল, বাছাই, প্রত্যাহার ও চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সহ যাচাই বাচাই পর্ব সুষ্ঠু ভাবেই হয়েছে। সব মিলিয়ে আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে দীর্ঘদিনের অপেক্ষিত এ নির্বাচন। নির্বাচনকে সফল করার লক্ষ্যে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে আমন্ত্রন জানানো হয়েছে। এদিকে সভাপতি পদে মোঃ নুরুল ইসলাম নুর (সংবাদ প্রতিক্ষন), সহ-সভাপতি পদে মোঃ নুরুল আমীন (দৈনিক ইনকিলাব) ও মোস্তফা কামাল (দৈনিক প্রভাকর), সেক্রেটারী পদে এম. সামছুদ্দিন (দৈনিক দিনকাল), জালাল উদ্দিন আখঞ্জি (দৈনিক লোকালয় বার্তা) ও আব্দুল মজিদ শেখ (দৈনিক হবিগঞ্জ সমাচার), যুগ্ম সাধারণ সম্পাদক পদে আজিজুল হক সানু (দৈনিক আমার দেশ ও দৈনিক হবিগঞ্জ সমাচার), এফ আর হারিছ (দৈনিক খোয়াই) ও সাইফুর রহমান জুয়েল (দৈনিক বিজয়ের প্রতিধ্বনি), অর্থ ও দপ্তর পদে এম.এ মজিদ তালুকদার (হবিগঞ্জের খবর), ও মইনুল ইসলাম (সাপ্তাহিক হবিগঞ্জের খবর), প্রচার সম্পাদক পদে আজিজুল হক সেলিম (দৈনিক স্বদেশ বার্তা) ও দিদার এলাহী সাজু (দৈনিক হবিগঞ্জ সমাচার প্রধান প্রতিবেদক) সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে সেলিম আহমেদ আখঞ্জি (দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস) ও কাজী মাহমুদুল হক সুজন (দৈনিক খোয়াই), ক্রীয়া সম্পাদক পদে ফয়ছল আহমেদ চৌধুরী তাইনুছ (দৈনিক খোয়াই) ও আব্দুল কাইয়ূম (দৈনিক প্রত্যাশা), নির্বাহী সদস্য পদে এম সাজিদুর রহমান (দৈনিক ভোরের পাতা), সিদ্দিকুর রহমান মাসুম (দৈনিক যুগান্তর), ইসমাঈল মাহমুদ ফিরোজ (দৈনিক হবিগঞ্জ সমাচার) ও নজরুল ইসলাম (দৈনিক প্রতিদিনের বানী) স্ব স্ব পদে নির্বাচণী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
Leave a Reply