,

খালেদার আমলে কিবরিয়াসহ অনেক আওয়ামীলীগ নেতাকর্মীকে হত্যা করেন…..নৌমন্ত্রী শাজাহান খান

স্টাফ রিপোর্টার ॥ নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকতেও খুন করেছেন, ক্ষমতার বাইরে থেকেও খুন করছেন। তিনি একজন পেশাদার খুনী। মন্ত্রী শাহাজান খান গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে হবিগঞ্জ শ্রমিক, কর্মচারী, মালিক, পেশাজীবী ও মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ নেতাকর্মীদের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। তিনি আরও বলেন, খালেদা ক্ষমতায় থাকাকালে মজুরি চাওয়ায় ১৭ জন গার্মেন্টস শ্রমিককে এবং সার চাওয়ায় ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করেন। খালেদার শাসনামলে সাবেক অর্থমন্ত্রী শাহ এ.এম.এস কিবরিয়া, আহসান উল্লাহ মাস্টার, আইভি রহমানসহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়। তিনি বলেন, খালেদা জিয়া জামায়াত ও স্বাধীনতার চিহ্নিত শত্র“দের সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে শ্রমিক ও সাধারণ মানুষকে খুন করেছে। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি ও জেলা জাপা সভাপতি এমপি এম.এ মুনিম চৌধুরী বাবু। হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ পরিচালনা করেন শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক সজিব আলী। এসময় শ্রমিক ইউনিয়ন ও আওয়ামীলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.