March 23, 2025, 5:01 am

রেলমন্ত্রীর বিয়ে আজ

সময় ডেস্ক ॥ রেলমন্ত্রী মুজিবুল হকের বিয়ে আজ শুক্রবার। মন্ত্রীর বিয়ে নিয়ে তার নিজ গ্রামের বাড়ি কুমিল্লার পাশাপাশি দেশজুড়ে কৌতূহলের অন্ত নেই। মিডিয়াতেও পাচ্ছে সর্বোচ্চ গুরুত্ব। এ নিয়ে কনে রিক্তার বাড়ি মিরাখোলা গ্রামে বিয়ের আনুষ্ঠানিকতার সবকিছু ঠিকঠাক, বাকি শুধু কলেমা পাঠ। মন্ত্রীর বিয়ে নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় শেষ হবে আজ দুপুর ২টায়। আজ শুক্রবার বর সাজে রেলমন্ত্রী ঢাকার  বেইলি রোডের সরকারি বাসভবন থেকে সরাসরি চান্দিনায় কনের বাড়িতে উপস্থিত হবেন। এদিকে বিয়ে উপলক্ষে কনে হনুফা আক্তার রিক্তার (২৯) বাবার বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের মিরাখলা গ্রামেও বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে নান্দনিকভাবে তৈরি করা হয়েছে দুটি বিয়ের গেট। পুরো বাড়ি সাজানো হয়েছে আলোকসজ্জার লাল-নীল বাতি দিয়ে। বরযাত্রীদের আপ্যায়নের জন্য তৈরি করা হয়েছে তিনটি প্যান্ডেল। নিরাপত্তা ব্যবস্থা ও সেবার জন্য কনের পরিবারের পক্ষ থেকে নিয়োগ দেয়া হয়েছে ১০০-এরও বেশি স্বেচ্ছাসেবক। তবে কনের পারিবারিক সূত্রে জানানো হয়েছে, ঘরোয়া পরিবেশে বিয়ে সম্পন্ন হবে। রেলমন্ত্রীর গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বশুয়ারা গ্রামে আত্মীয়স্বজন ও এলাকাবাসী এ বিয়ের অনুষ্ঠানে অংশ নেবেন। আবার ৭০০ বরযাত্রীর মধ্যে ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বিসহ প্রায় ১৫ থেকে ২০ জন মন্ত্রী উপস্থিত থাকার কথা রয়েছে। আজ শুক্রবার ঢাকা থেকে রওনা হয়ে পথিমধ্যে নামাজ আদায় শেষে বাদ জুমা ব্যক্তিগত গাড়িতে করে মীরখলা পৌঁছাবেন বর মুজিবুল হক। সঙ্গে যাবেন বিশেষ অতিথিরা। এর জন্য মন্ত্রীর বিয়ের আয়োজনে ইউনিয়নের চেয়ারম্যান শাহ জালাল মজুমদারকে সমন্বয়ক করে ৬০ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। কমিটির সদ্যসরা বিয়ের অনুষ্ঠানের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.