,

ইনাতগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১

রাকিল হোসেন ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ-সৈদপুর সড়কে মটর সাইকেল দুর্ঘটনায় আমিনুর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। অপর সঙ্গী গুরুতর আহত শিরনুরকে সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায, ইনাতগঞ্জ ইউনিয়নের তপতিবাগ গ্রামের সৌদি আরব প্রবাসী আব্দুস সালাম এর পুত্র আমিনুর রহমান (২৫) ও তার অপর এক সঙ্গী দীঘলবাক ইউনিয়নের চরগাঁও গ্রামের আব্দুল হাসিম এর পুত্র শিরনুর (২৪) গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টার সময় পালসার মটর সাইকেলযোগে শেরপুর যাওয়ার পথে ইনাতগঞ্জ-সৈদপুর সড়কের স্বস্তিপুর গ্রামের নিকটে গিয়ে পৌছলে মটর সাইকেলটি দ্রুত চালানোর ফলে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছের উপর ছিটকে পড়ে। এ সময় মটর সাইকেলটি দুমড়ে মুছড়ে যায়। খবর পেয়ে স্বজনরা সাথে সাথে ঘটনা স্থলে উপস্থিত হয়ে আমিনুরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কিছু সময় পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোসণা করেন। অপর আহত শিরনুরকে সিলেট রাগীব রাবেয়া মেডিকের কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার একটি পা ভেঙ্গে গেছে। তবে সে আশংকামুক্ত বলে তার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আমিনুরের লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। আমিনুরের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.