চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে মর্মান্তিক দুর্ঘটনায় ১ কিশোর নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় চুনারুঘাট পৌর শহরের উত্তর বাজারস্থ নামবিহীন একটি ওয়ার্কশপে নিষিদ্ধ ডিজেল ইঞ্জিন চালিত ট্রাক্টর ট্রলির চাকায় হাওয়া দিতে গিয়ে চাকা পামচার হয়ে চাকার ডিস্ক গিয়ে ওয়ার্কশপ কিশোর কর্মচারী রুমেল মিয়া (১৪) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা যায়, কয়েকদিন ধরে চুনারুঘাট পৌর শহরেরর উত্তর বাজারস্থ তপন দেবের ইঞ্জিনায়ারীং ওয়ার্কশপে কাজ করত উপজেলার শাইলগাছ গ্রামের মৃত হাছন আলীর কিশোর পুত্র মোঃ রুমেল মিয়া (১৪)। এ ব্যপারে চুনারুঘাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply