,

মাধবপুরে এলজিইডি রাস্তার ৪টি গাছ কর্তন

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এলজিইডি রাস্তা থেকে প্রকাশ্যে দিবালোকে ৪ টি গাছ কেটে নিয়ে গেলেন ইউনিয়ন চেয়ারম্যান খায়রুল হোসাইন মনু। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যান খায়রুল হোসাইন মনুর নির্দেশে গতকাল বৃহস্পতিবার সকালে এলজিইডির  ছাতিয়াইন- পিয়াইম রাস্তা থেকে ৪টি আকাশমনি গাছ কেটে ফেলে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ও তার লোকজন। খবর পেয়ে এলজিইডি অফিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে কাটা ৪ টি গাছের অংশ উদ্ধার করে নিয়ে আসে। সরেজমিনে গিয়ে দেখা যায়, কর্তনকৃত গাছের ২৫ টুকরা ইউনিয়ন অফিসের সামনে রাখা। ইউনিয়নের সচিব অরুন কুমার দাশ জানান, কতগুলো গাছকাটা হয়েছে জানি না। মাসিক সভার সিদ্ধান্ত মতে গাছগুলো কাটার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান খায়রুল হোসাইন মনু বলেন, গাছ কাটার সত্যতা স্বীকার করে বলেন, ১৯৯৪ সালে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এ রাস্তায় গাছ গুলো লাগানো হয়। আমাদের গাছ আমরা কেটেছি। অনুমতি নিতে হয় তা আমার জানা ছিল না। উপজেলা প্রকৌশলী আহাম্মেদ তানজীর উল্লা সিদ্দিকী জানান, গাছ কাটার খবর পেয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তার নির্দেশে গাছ গুলো উদ্ধার করে নিয়ে আসি। উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সরকারি রাস্তা থেকে গাছ কাটার খবর পেয়ে উপজেলা প্রকৌশলীকে ঘটনাস্থলে পাঠানো হলে গাছ গুলো উদ্ধার করা হয়। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.