March 19, 2025, 12:11 am

আজ পবিত্র শবে মেরাজ

স্টাফ রিপোর্টার ॥ গতকাল শনিবার দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে। গভীর শ্রদ্ধায় মুসলিম উম্মাহ রাত উৎযাপন করবে। ৬২০ খ্রিস্টাব্দে রজব মাসের ২৬ তারিখের দিবাগত রাতে মহানবী হজরত মুহাম্মদ সা. মহান আল্লাহর সাক্ষাৎ লাভে ধন্য হন। আল্লাহ তায়ালার বিশেষ রহমতে বোরাক নামক বাহনে চড়ে প্রথমে কাবা শরিফ থেকে জেরুজালেমে অবস্থিত বায়তুল মুকাদ্দাস গমন করেন। বিশেষ এই বাহন হজরত মুহাম্মদ সা.কে ঊর্ধ্বলোকে আল্লাহ তায়ালার কাছে সিদরাতুল মুনতাহায় নিয়ে যান। পথে বিভিন্ন আকাশে পূর্বেকার নবীদের সংর্বধনা লাভ করেন হজরত মুহাম্মদ সা.। মহান আল্লাহর কাছে নবীজির সম্মান মর্যাদায় স্বীকৃতির স্মারক এই রাত। এই রাতে উম্মতের জন্য আল্লাহ তায়ালার শ্রেষ্ঠ উপহার পাঁচ ওয়াক্ত নামাজ। তাই মুসলিম উম্মাহ কাছে মেরাজের রাত বিশেষ মর্যাদার দাবি রাখে। এ রাতে কোরআন তেলাওয়াত, নফল নামাজ, দোয়াসহ বিভিন্ন আমল করে থাকে মুসলমানরা। ধর্মীয় ভাবগাম্ভীর্যের ভেতর দিয়ে শবে মেরাজ উপলক্ষে গণমাধ্যম বিশেষ বিশেষ আয়োজন করে থাকে। ইসলামি ফাউন্ডেশনের দ্বীনি দাওয়া বিভাগের সহকারী পরিচালক, মনির হোসেন জানিয়েছেন, শবে মেরাজ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ শনিবার মাগরিব নামাজ পর বায়তুল মোকাররম মসজিদে ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। ইফা মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজালের সভাপত্বিত্বে আলোচনায় অংশ নিবেন সিনিয়র পেষ ইমাম মাওলানা মিজানুর রহমান। এছাড়াও দেশের বিভিন্ন মসজিদের বিশেষ মর্যাদায় রাতটি উৎযাপন করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.