,

ভারতে নিহত চুনারুঘাটের তিন যুবকের লাশ হস্থান্তর করেছে বিএসএফ

কাজল সরকার ॥ ভারতের ত্রিপুরা রাজ্যের সিঙ্গিছড়া বিএসএফ ক্যাম্পের অদূরে খোয়াই জেলার লাতাই এলাকায় স্থানীয় জনতার পিটুনিতে নিহত ৩ বাংলাদেশীর লাশ হস্তান্তর করা হয়েছে। চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তের কেদারাকোট এলাকায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক শেষে তাদের লাশ  হস্থান্তর করা হয়। এসময় বাংলাদেশের পক্ষে বিজিবি’র ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাছির উদ্দিন আহমেদ এবং ভারতের পক্ষে ১০ বিএসএফ’র কমান্ডেন্ট বীরেন্দ্র বাজপেয়ী নেতৃত্ব দেন। উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম স্বজনদের পক্ষে  নিহতদের লাশ গ্রহণ করেন। ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাছির উদ্দিন আহমেদ ও গাজীপুর ইউপি চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম লাশ হস্থান্তরের বিষয়টি নিশ্চিত করেন। উল্লেখ্য, গত সোমবার রাতে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আলীনগর গ্রামের আজগর আলীর ছেলে করম আলী (৪০), একই গ্রামের সমির হোসেনের ছেলে সুজন মিয়া (২২) ও সনু মিয়ার ছেলে আক্কল মিয়া (১৯) বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি। গত মঙ্গলবার রাতে বিএসএফ সূত্রে বিজিবি জানতে পারে, ভারতের সিঙ্গিছড়া বিএসএফ ক্যাম্পের অদূরে লাতাই এলাকায় ৩ বাংলাদেশীকে স্থানীয়রা পিটিয়ে হত্যা করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.