March 25, 2025, 1:00 pm

কৃত্রিম পা ও নগদ ২ লাখ টাকা ছিনতাই ॥ কৃত্রিম পা উদ্ধারছাত্রদল নেতা হারুন গ্রেফতার ও তৃনমূলদল নেতা জাহাঙ্গীর পলাতকনবীগঞ্জে আওয়ামীলীগ নেতার বাসায় ছিনতাই

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরে ঠিকাদারী কাজকে কেন্দ্র করে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হারুনুর রশীদ হারুন এবং ছাত্রদল নেতা জাহাঙ্গীর চৌধুরীর বিরুদ্ধে আওয়ামীলীগ নেতা কানন বাগচীর বাসায় ঢুকে জোর পুর্বক অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২ লাখ টাকা এবং কৃত্রিম উপায়ে তৈরী একটি অত্যাধুনিক পা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাতেন খাঁন’র নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৫টার দিকে শেরপুর রোডস্থ কানন বাগচী’র বাসভবনে। এদিকে রাত সাড়ে ১২ টার দিকে পুলিশ হারুনের বাড়ি দত্তগ্রাম থেকে ছিনতাইকৃত কৃত্রিম পা উদ্ধার এবং তাকে আটক করে থানায় নিয়ে আসেন। প্রাপ্ত সুত্রে জানা যায়, হবিগঞ্জের আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান শামীমের লাইসেন্স দিয়ে নবীগঞ্জ উপজেলার ৬টি প্রাইমারী স্কুলের নির্মাণ কাজ পান একটি গ্র“প। এনিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দিলে নিকোজিশনের (সমঝোতায়) মাধ্যমে আওয়ামীলীগ নেতা কানন বাগচী ৩টি স্কুলের কাজ পান। ওই কাজে ভাগ বসান ছাত্রদলের আহ্বায়ক হারুনুর রশীদ হারুন ও তৃনমূল দলের আহবায়ক জাহাঙ্গীর চৌধুরী। তারা দলবল নিয়ে কানন বাগচীর ভাগের স্কুলের মধ্যে গতকাল বৃহস্পতিবার সকালে তাহিরপুর স্কুলে কাজ করার জন্য যায়। খবর পেয়ে কানন বাগচী উপজেলা প্রকৌশলী ও সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করলে কর্তৃপক্ষ ওই স্কুলের সভাপতিকে ফোন করে কাজ বন্ধ রাখতে বলেন। এবং হারুনুর রশীদ হারুন ও জাহাঙ্গীর চৌধুরী ওই স্কুলের ঠিকাদার নয় বলে জানান। এতে ক্ষিপ্ত হয়ে হারুন ও জাহাঙ্গীরের নেতৃত্বে ৬/৭ জনের একদল লোক বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শেরপুর রোডস্থ কানন বাগচীর বাসভবনে প্রবেশ করে কানন বাগচীর ব্যবহৃত কৃত্রিম পদ্ধতি জার্মানিতে তৈরী পা এবং ঘরে থাকা নগদ ২ লাখ টাকা জোরপুর্বক ছিনিয়ে নেয় বলে অভিযোগে প্রকাশ। এ ব্যাপারে সরেজমিনে গেলে স্থানীয় ব্যবসায়ী ও আশপাশের লোকজন হারুন ও জাহাঙ্গীর উক্ত কৃত্রিম পা নিয়ে একটি সিএনজি গাড়ী যোগে চম্পট দেয় বলে জানান। এদিকে ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাতেন খাঁনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে হারুনুর রশীদ হারুনের বাড়ি থেকে তাকে আটক করে। এ সময় তার ঘর তল্লাশী করে প্রায় সোয়া লাখ টাকা মুল্যের কৃত্রিম পা’টি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে কানন বাগচী মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন। এ ঘটনায় নবীগঞ্জে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.