স্টাফ রিপোর্টার ॥ সারা দেশের ন্যায় নবীগঞ্জ উপজেলার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ ফলাফল ঘোষনা করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ আনোয়ার হোসেন। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলামসহ কেন্দ্র সচিবগণ। ঘোষিত ফলাফলে নবীগঞ্জ উপজেলার সেরা স্কুল নির্বাচিত হয় হোমল্যান্ড আইডিয়াল স্কুল। ২য় স্থান অর্জন করেছে নবীগঞ্জ জে.কে হাইস্কুল। এছাড়া হোমল্যান্ড আইডিয়াল স্কুল ২০১৫ইং সনে প্রথম এসএসসি’তে অংশ নিয়ে সিলেট বিভাগের মধ্যে ৮ম এবং হবিগঞ্জ জেলার মধ্যে ১ম স্থান অধিকার করে নবীগঞ্জ উপজেলার ভাবমুর্তি উজ্জল করেছে। অপর দিকে ১টি জিপিএ-৫ সহ শতভাগ পাশ করার গৌরব অর্জন করেছে নাদামপুর উচ্চ বিদ্যালয়। ৬টি জিপিএ-৫সহ ৯৩.২০% পাশ করে উপজেলার মধ্যে ২য় স্থানের গৌরব অর্জন করেছে ঐতিহ্যবাহী নবীগঞ্জ জে.কে মডেল উচ্চ বিদ্যালয়। ৩টি জিপিএ-৫সহ ৮৫% পাশ করেছে নবীগঞ্জ হিরামিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। ৫টি জিপিএ-৫সহ ৯২% পাশ করেছে সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়। ৩টি জিপিএ-৫সহ ৮১.২৫% পাশ করেছে দীঘলবাক উচ্চ বিদ্যালয়। এবারের এসএসসি পরীক্ষায় উপজেলার ১৮টি উচ্চ বিদ্যালয়ের ১ হাজার ৯ শত ৩৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। এরমধ্যে ৪৫টি জিপিএ-৫সহ ১ হাজার ৬ শত ৫১ জন পরীক্ষার্থী কৃতিত্বের সাথে কৃতকার্য হয়েছে। বোর্ডের মধ্যে এ উপজেলায় পাশের হার ৮৫.৩৭%। এছাড়াও ভোকেশনালের আওতায় ঘোলডুবা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ২টি জিপিএ-৫সহ ৩৩ জন পরীক্ষার্থী উর্ত্তীণ হয়েছে। অপর দিকে উপজেলার মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়েছে। উপজেলার ১৬টি মাদ্রাসার ৬৬২ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ গ্রহন করে ৯টি জিপিএ-৫সহ ৬২৯ জন পরীক্ষার্থী উর্ত্তীন হয়েছে। বোর্ডের মধ্যে পাশের হার ৯৫.০১%। সিলেট বিভাগে ৩য় স্থান এবং হবিগঞ্জ জেলায় ২য় স্থান অর্জন করে নবীগঞ্জ পৌর এলাকার তিমিরপুর দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা। এ মাদ্রাসায় ৪৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৫টি জিপিএ-৫, ৩৫ টি ‘এ’ গ্রেড ও ৭টি ‘এ মাইনাস’সহ প্রতি বছরের ন্যায় এবারও শতভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়। মাদ্রসা ম্যানেজিং কমিটির সভাপতি দৈনিক হবিগঞ্জ সময়’র সম্পাদক কাউন্সিলর মোঃ আলাউদ্দিন এক প্রতিক্রিয়ায় বলেন, মাদ্রসার শিক্ষকমন্ডলীদের সার্বিক তত্বাবধানে, শিক্ষার্থীদের অক্লান্ত প্রচেষ্টা ও অভিভাবকদের সর্বাত্মক সহযোগিতার ফল স্বরুপ প্রতিবছরের ন্যায় এবারও দারুল হিকমাহ মাদ্রাসা দাখিল পরীক্ষায় কৃতিত্বের সহিত শতভাগ সফলতা অর্জন করতে স্বক্ষম হয়। এ সফলতার জন্য তিনি শিক্ষকমন্ডলী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকল শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এদিকে আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষনার পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উর্ত্তীন শিক্ষার্থীদের উল্লাস লক্ষ্য করা হয়েছে। আশানুরুপ ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করেছেন নবীগঞ্জ হোমল্যান্ড আইডিয়াল স্কুল, জে.কে হাইস্কুল, হিরামিয়া গার্লস স্কুল ও নাদামপুর উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ক্ষিক্ষকসহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ। নবীগঞ্জ জে.কে মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছালাম তার প্রতিক্রিয়ায় অতীতের সকল ফলাফলের চেয়ে এ বছর আশানুরুপ ফলাফল উপহার দেয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেছেন। এবং ভবিষ্যতে আরো ভাল ফলাফলের আশাবাদ ব্যক্ত করেন। হিরা মিয়া গার্লস স্কুলের প্রধান শিক্ষক এটিএম বশির আহমদ স্বপন জানান, চলতি পরীক্ষার ফলাফল সন্তোষ জনক। তবে আগামীতে আরো ভাল ফলাফল উপহার দেয়া হবে বলেও আশাবাদ ব্যাক্ত করেন। এ ক্ষেত্রে ছাত্র-শিক্ষক এবং অভিভাবেকদের সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান। সন্তুষ্টি প্রকাশ করে হোমল্যান্ড আইডিয়াল স্কুলের অধ্যক্ষ তাপস আর্চায্য বলেন, এ বছর হোমল্যান্ড স্কুল প্রথম এসএসসিতে অংশ নিয়ে যে ফলাফল উপহার দিয়েছে তার জন্য শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রতি কৃতজ্ঞ। তিনি বলেন ২০১৪ইং সনে জেএসসি পরীক্ষায় সিলেট বিভাগের মধ্যে ১৫তম ও জেলার মধ্যে ৩য় স্থান অর্জন করেছিল। চলতি এসএসসি পরীক্ষায় বিভাগের মধ্যে ৮ম এবং জেলার মধ্যে ১ম স্থান এর গৌরব অর্জন করেছে। উল্লেখ্য, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় সিলেট বোর্ডের সেরা ২০ বিদ্যালয়ের মধ্যে হবিগঞ্জের চারটি শিক্ষা প্রতিষ্ঠান স্থান করে নিয়েছে। এর মধ্যে নবীগঞ্জ উপজেলার হোমল্যান্ড আইডিয়াল উচ্চ বিদ্যালয় অষ্টম, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় নবম, বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দশম এবং মাধবপুর উপজেলার শাহজিবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয় ১৭তম স্থান লাভ করেছে।
Leave a Reply