মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ (মাধবপুর- চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী বলেছেন- আওয়ামীলীগ সরকার যুদ্ধাপরাধীদের বিচার করে দেশকে কলংকমুক্ত করছে। কিন্তু একটি অশুভ শক্তি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। জামাতের হরতাল জনগন প্রত্যাখান করেছে। দেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করার জন্য সরকার কাজ করে যাচ্ছে। মাধবপুর- চুনারুঘাট উপজেলার অবহেলিত এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। তিনি গতকাল শুক্রবার সকালে মাধবপুর-শাহপুর রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহ্ মোঃ মুসলিমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুহিত, উপজেলা প্রকৌশলী (চলতি দায়িত্ব) আহাম্মেদ তানজীর উল্লা সিদ্দিকী প্রমুখ।
Leave a Reply