,

নবীগঞ্জ রসুলগঞ্জ বাজারের বিশিষ্ট মুরুব্বী নুরুল হক চৌধুরী আর নেই এম.পি মুনিম চৌধুরী বাবু’র শোক প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ সদর ইউনিয়নের রসুলগঞ্জ বাজার এলাকার গুনাপাড়া নিবাসী বিশিষ্ট মুরুব্বী নুরুল হক চৌধুরী ৯০ আর নেই। তিনি গত বৃহস্পতিবার বিকালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহী………রাজিউন) তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর খবর পেয়ে তাকে একনজর দেখার জন্য ছুটে আসেন, হবিগঞ্জ জেলা পরিষদের প্রসাশক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান  ফজলুল হক চৌধুরী সেলিম, বাউশা ইউপির চেয়ারম্যান আনোয়ারুর রহমান, নবীগঞ্জ সদর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মুক্তাদির চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক আব্দাল মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। গতকাল বিকালে গুনাপাড়া মাঠে মরহুমের জানাজা শেষে তার লাশ দাফন করা হয়। তিনি মৃত্যুকালে ২স্ত্রী, ৮ পুত্র,  ১০ মেয়ে সহ আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। মরহুম নুরুল হক চৌধুরী শ্রমিক নেতা সামাদুল হক চৌধুরী ও উপজেলা জাতীয় যুব সংহতি নেতা এনামুল হক চৌধুরীর পিতা। তার মৃত্যুতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে ও পরিবার বগের্র প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেন, জাতীয় পাটির্র কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকার সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির, সাবেক দফতর সম্পাদক এস.এম লুৎফুর রহমান, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহমদ, উপজেলা যুব সংহতি নেতা মুজাহিদুল ইসলাম শাহিন, সাবির মিয়া, জুয়েল মিয়া, উপজেলা ছাত্রসমাজের সাবেক অর্থ সম্পাদক সাহেদুজ্জামান তারেক প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.