হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভুল চিকিৎসায় জন্মের ১৯ দিনের মাথায় বৃহস্পতিবার রাতে এক শিশু মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। মৃত শিশুটি বাহুবল উপজেলার আবদুল্লাহপুর গ্রামের কামাল মিয়ার নবজাতক শিশু এনি। শিশুটির বাবা কামাল মিয়া অভিযোগ করে জানান, ‘মঙ্গলবার সকালে তার শিশুকন্যা এনি ঠাণ্ডাজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে দুপুরে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এনির অবস্থার কোনো উন্নতি না হলে ডা. আবু সুফিয়ান তাকে প্রাইভেট বাসায় দেখানোর জন্য পরামর্শ দেন। ডাক্তারের কথামতো কামাল বৃহস্পতিবার সন্ধ্যায় এনিকে তার চেম্বারে নিয়ে যান। এ সময় ডা. আবু সুফিয়ান ব্যবস্থাপত্রে মেরোপেনেম ৫০০ মি.গ্রা. গ্র“পের অপসোনিন ফার্মার রোনেম নামে একটি এন্টিবায়োটিক ইনজেকশন লিখে দেন। পরে তার চেম্বার থেকে ওই ওষুধটি হাসপাতালে নিয়ে আসলে শিশু ওয়ার্ডে কর্তব্যরত কতিপয় নার্স এনিকে তা প্রয়োগ করেন। ইনজেকশনটি প্রয়োগ করার কিছুক্ষণের মধ্যেই এনি নিস্তেজ হতে থাকে। পরে রাত ১০টায় এনি মারা যায় বলে তিনি জানান। এ ব্যাপারে ডা. আবু সুফিয়ানের সঙ্গে মোবাইলে (০১৮১২-২৯৬৯৪৩) যোগাযোগ করার চেষ্টা করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার সফিকুর রহমান বলেন, ‘রোনেম ৫০০ মি.গ্রা. ইনজেকশনটি তিন মাস থেকে ১২ বছরের বাচ্চাদের জন্য ব্যবহার করা হয়। ১৯ দিনের বাচ্চাকে কি কারণে ওই ইনজেকশনটি দিয়েছেন তা ডা. আবু সুফিয়ানই ভালো বলতে পারবেন।’
Leave a Reply