সংবাদদাতা ॥ বানিয়াচঙ্গের কাদিরগঞ্জ বাজারে পাঁচটি দোকানে চুরির ঘটনায় সন্দেহভাজন তিন চোরকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে কাদিরগঞ্জ বাজার থেকে ফাঁড়ি পুলিশ চোরদেরকে গ্রেফতার করে গত শুক্রবার হবিগঞ্জ কোর্টে চালান দেয় বলে জানা যায়। গ্রেফতারকৃতরা হলো কাদিরগঞ্জ বাজার এলাকার হামিন্দ্র বর্মনের ছেলে বিরলাল বর্মন, পিতিশ কান্তি দাশের ছেলে সেন্টু দাশ ও মৃত প্রাণেশ আচার্য্যের ছেলে অজয় আচার্য্য। মার্কুলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই আমিরুল ইসলাম জানান, সম্প্রতি কাদিরগঞ্জ বাজারে পাঁচটি দোকানে চুরি হলে বিরলাল বর্মনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে সে তার সঙ্গীদের নাম বলে। ইউপি চেয়ারম্যান মনজু কুমার দাশ জানান, চোরেরা পুলিশের কাছে দোকান চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
Leave a Reply