,

জাতীয় যুব দিবসের আলোচনা সভায় এড. মোঃ আবু জাহির এম.পি সরকার দেশের যুব সমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করবে

ইকবাল হাসান চৌধুরী ॥ “যুবরাই লড়বে- ডিজিটাল বাংলাদেশ গড়বে, প্রশিক্ষিত যুব শক্তি-উন্নয়নের দৃঢ় ভিত্তি, দক্ষ যুব শক্তি, স্বনির্ভর অর্থনীতি” এ প্রতিপাদ্য নিয়ে গতকাল ১লা নভেম্বর উদযাপিত হলো জাতীয় যুব দিবস ২০১৪ ইং। জেলা যুব উন্নয়ন অধিদপ্তর বেলা সাড়ে ১১ টায় ধুলিয়াখালে অবস্থিত যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে আলোচনা সভা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরষ্কার ও সনদপত্র বিতরণ করে।  সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সিলেট-হবিগঞ্জ আসনের আসনের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, জেলা মৎস্য কর্মকর্তা আশরাফ উদ্দিন আহমেদ, আত্মকর্মী হিসেবে বক্তব্য দেন মোঃ শাহাব উদ্দিন। সভাপতিত্ব করেন  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবদুর রউফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আবদুর রশিদ। পরে কয়েকজন শিক্ষার্থীর হাতে পুরষ্কার ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি এড. মোঃ আবু জাহির এম.পি। সংসদ সদস্য এডভোকেট আবু জাহির বলেন, সরকার যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে দেশের যুব সমাজকে দক্ষ জন শক্তিতে পরিণত করতে সর্বাত্মক প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে। হবিগঞ্জে প্রতি বছর শত শত যুবক যুবতি প্রশিক্ষণ নিয়ে আত্ম কর্ম সংস্থানের ব্যবস্থা করেছে। এছাড়াও হবিগঞ্জ জেলায় বিপুল সংখ্যক শিক্ষিত বেকার ঘরে বসে আউট সোর্সিং এর মাধ্যমে অর্থ উপার্জন করছে। তিনি বলেন, প্রশিক্ষনপ্রাপ্ত যুবক যুবতিদের জন্য যুবউন্নয়ন অধিদপ্তর ঋন দিয়ে আত্ম কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। তিনি আরও বলেন, তোমরা প্রশিক্ষন নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করবে, আমাদের সোনার বাংলাদেশকে ও সমৃদ্ধ করবে বলে আমি আশাবাদি। সভা শেষে অতিথিবৃন্দ প্রশিক্ষণ প্রাপ্তদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.