,

মহিলাসহ আহত ১০ নবীগঞ্জের বেগমপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতা আজিজের নেতৃত্বে প্রতিপক্ষের বাড়ীঘরে হামলা

উত্তম কুমার পাল হিমেল ॥ নবীগঞ্জ উপজেলার বেগমপুর গ্রামে রাস্তায় গাড়ী সাইড দেয়াকে কেন্দ্র করে গতকাল শুক্রবার সন্ধ্যায় বাকবিতন্ডার একপর্যায়ে একই গ্রামের নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাজার ব্যবসায়ী সমিতির সদস্য আব্দুল আজিজ ও তার লোকজনের হামলায় একই পরিবারের মহিলাসহ আহত হয়েছে ১০ জন। এর মধ্যে গুরুতর আহত ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সুত্রে জানা যায়, উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামের সিতার মিয়া নবীগঞ্জ বাজার থেকে ইফতারের আগ মুহুর্তে সিমেন্ট নিয়ে সিএনজি গাড়ী যোগে বাড়িতে রওয়ানা দেন। পথিমধ্যে বেগমপুর নামক স্থানে পৌছলে রাস্তায় একটি ট্রাক ধান বুঝাই করতে দেখে সিতার মিয়া ইফতারের সময় হয়ে গেছে বলে ট্রাকটি সরানোর অনুরুধ করেন। এনিয়ে ট্রাক চালক নবীগঞ্জ সদর ইউপির বরকতপুর গ্রামের নঈম উল্লার ছেলে আছলম উল্লা (৩০) এর সাথে বাদানুবাদের এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ট্রাক চালকের পক্ষ নিয়ে আব্দুল আজিজ ও তার লোকজন ট্রাক চালককে বাচাঁনোর নাটক করে সিতার মিয়ার পরিবারের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে সিতার মিয়ার বৃদ্ধ মা আলেছা বেগম (৫৫), ভাবী পারুল বেগম (৩০), ভাতিজা কাহেদ মিয়া (১৮), সাইফুজ্জামান (২১), আব্দুল আজিজের ভাতিজা রুহুল আমীন (১৮) ও ট্রাক চালক আছলম উল্লা (৩০)সহ উভয় পক্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং আহত রুহুল আমীনসহ বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের মধ্যে বৃদ্ধ আলেছা বেগমের অবস্থা গুরুতর বলে জানাগেছে। এ ঘটনার খবর পেয়ে ট্রাক সমিতির লোকজন পুলিশের সহায়তায় ট্রাক চালককে উদ্ধার করেছে বলে জানাগেছে। এনিয়ে বেগমপুর গ্রামে উভয় পক্ষের লোকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে সিতার মিয়া বলেন, ট্রাক চালকের সাথে তার বাকবিতন্ডা হয়েছে। এতে আজিজ ও তার পরিবারের লোকজন হামলা করার ঘটনাটি রহস্য জনক। এ ব্যাপারে আব্দুল আজিজের মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে তার সুইচ অফ পাওয়া যায়। ট্রাক চালক আছলম মিয়া জানান, তাকে মারপিট করে প্রায় ২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে হামলাকারীরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.