March 22, 2025, 6:45 pm

শাহ জালাল রেস্টুরেন্টের ভূমি দখল নিয়ে বিরোধ নবীগঞ্জ শহরে দু’পক্ষের সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ॥ আহত ১০

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ শহরে ভূমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত রাত অনুমান ২টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জসীম (২৮), শামীম মিয়া (৪০), মঞ্জিল মিয়া (২৫) সহ উভয় পক্ষের অন্তত ১০ ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ শাহজালাল রেস্টুরেন্ট এর ভূমির মালিকানা নিয়ে পৌর এলাকার চরগাঁও গ্রামের মৃত শেখ মনর উল্লার পুত্র শেখ আবুল ফজল ও পৌর এলাকার আনমনু গ্রামের মৃত আরমান উল্লার পুত্র  আব্দুস শহিদ (শাহিদ মিয়া) ও জন্তরী গ্রামের আব্দুস সাত্তার দ্বয়ের মধ্যে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল রবিবার গভীর রাতে উল্লেখিত জায়গা দখল করার সময় শেখ আবুল ফজল ও আব্দুস শহিদ (শাহিদ মিয়া) এর লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। প্রায় ঘন্টা ব্যাপী স্থায়ী এ সংঘর্ষে উভয় পক্ষের উল্লেখিত লোকজন আহত হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ নিয়ে শহরে টান টান উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের সংঘষের্র আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, গত ২১ অক্টোবর মঙ্গলাবার নবীগঞ্জ উপজেলা পরিষদ এর অডিটোরিয়ামে এক সালিশ বৈঠক অনুষ্টিত হয়। এম.এ মুনিম চৌধুরী বাবু এম.পি’র সভাপতিত্বে  আয়োজিত শালিসী বৈঠকে নবীগঞ্জ উপজেলা পরিষদ এর চেয়ারম্যান এড: আলমগীর চৌধুরী, পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়াম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম সহ উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এম.পি মুনিম চৌধুরী বাবু’র সমন্বয়ে গঠিত শালিস বোর্ডের মাধ্যমে, গতকাল ২ নভেম্বর রোববার সকাল ১০ঘটিকায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিরোধীয় ভূমি’র কাগজপত্র পর্যালোচনা করে উল্লেখিত বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করার কথা ছিল। পরবর্তিতে পক্ষদ্বয়ের অনুরুধে সৃষ্ট বিরোধ নিষ্পত্তির সময়সীমা এক সপ্তাহ বর্ধিত করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.