March 22, 2025, 6:33 pm

আবারও সিয়াম নামে২ মাসের শিশুর মৃত্যুহবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ডাক্তার আবু সুফিয়ানের অবহেলায় আবারও সিয়াম নামে২ মাসের শিশুর মৃত্যু

সংবাদদাতা ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ফের ডাক্তার আবু সুফিয়ানের অবহেলায় সিয়াম আহমেদ নামে ২ মাসের এক শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। সিয়ামের পিতা মোঃ শাহজাহান মিয়া জানান, গতকাল সোমবার সকালে ঠান্ডাজনিত কারণে তার একমাত্র শিশুপুত্রকে নিয়ে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আসেন। জরুরী বিভাগে শিশুর অবস্থা আশংকাজনক হওয়ায় শিশুকে ডাক্তার আবু সুফিয়ানের নিকট নিয়ে যাবার পরামর্শ দেয়া হয়। কিন্তু সকাল ১০ ঘটিকায় ডাক্তার আবু সুফিয়ান হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে না আসায় তার এক দালাল ওই শিশুকে চেম্বারে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। চেম্বারে নিয়ে যাবার পর ডাক্তার বলেন, হাসপাতালে ভর্তি করার জন্য। ফের হাসপাতালে নেয়ার পর জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। সিয়ামের পিতা আরো জানান, ডাঃ আবু সুফিয়ানের অবহেলার কারণে তার শিশুর মৃত্যু হয়েছে। তিনি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবেন বলেও জানান। উল্লেখ্য, গত ১ সপ্তাহে বেশ কয়েকটি শিশু আবু সুফিয়ানের অবহেলার কারণে মারা যাওয়ায় সাধারণ মানুষকে ভাবিয়ে তুলেছে। তার চিকিৎসার অবহেলার কারণে ১ সপ্তাহে ৪ জনেরও বেশি শিশুর মৃত্যু হয়েছে। এরপরও তিনি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে কর্মরত রয়েছেন। অনেকেই মন্তব্য করছেন তার খুটির জোর কোথায়? অভিযোগ রয়েছে তিনি ইচ্ছামাফিক হাসপাতালে আসেন এবং যান। সরকারি নিয়ম নীতির কোন তোয়াক্কা না করে দালালদের মাধ্যমে তার চেম্বারে নিয়ে রোগীদের চিকিৎসা করেন। এ ব্যাপারে ডা. আবু সুফিয়ানের সঙ্গে মোবাইলে (০১৮১২-২৯৬৯৪৩) যোগাযোগ করার চেষ্টা করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.