March 23, 2025, 5:27 am

বানিয়াচঙ্গে জলাবদ্ধতা নিষ্কাশনে জনসচেতনা বিষয়ক সভা অনুষ্ঠিত

বানিয়াচং প্রতিনিধি ॥ মহাগ্রাম বানিয়াচঙ্গে জলাবদ্ধতা নিষ্কাশনে জনসচেতনতা বৃদ্ধিকল্পে আলোচনা সভার পূর্বে এক বর্ণাঢ্য র‌্যালী বানিয়াচং বাজার এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়েছে। বুধবার দুপুর ১১টায় এনজিও  ইউনিকেয়ার এর উদ্যোগে সংস্থার চেয়ারপার্সন কামরুল হাসান কাজল এর পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন রাহ সমাজ কল্যাণ যুব সংস্থার সভাপতি মোঃ ছাদিকুর রহমান। প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউ.পি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান ও সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ বশির আহমেদ। বক্তৃতা করেন জনাব আলী ডিগ্রী কলেজ এর শিক্ষক টিটু রঞ্জন কর, মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না, শিক্ষিকা মিলন আক্তার, সুহেদা আক্তার, শিক্ষক হাফেজ আব্দুল মুকিত, মনোয়ার হোসেন, টিসি বুলবুল ধর, ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর উদ্যোক্তা আনছার আলী প্রমুখ। সভায় বক্তারা বানিয়াচং উপজেলা পরিষদ ও প্রশাসন কর্তৃক মহাগ্রামের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে প্রাথমিকভাবে বানিয়াচং চতুরদিক বেষ্টিত গড়ের খাল (পরিখা) চিহ্নিতকরন ও পুনঃখননের বলিষ্ট উদ্যোগের প্রশংসা করে বানিয়াচংবাসীর সমর্থন ও একাত্বতা প্রকাশ করেন। বক্তারা আগামী ৯ নভেম্বর রবিবার সকাল ৯টায় বানিয়াচঙ্গ থানার সামন থেকে খাল উদ্ধার কার্যক্রমে বিশ্বের বৃহত্তম গ্রাম বানিয়াচঙ্গের দেশপ্রেমী আবালবৃদ্ধ বণিতাদেরকে উপস্থিত থেকে অংশ গ্রহণ ও উৎসাহিত করার আহবান জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.