,

মাধবপুরে দু’ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ চালক নিহত ॥ অপর চালক ও হেল্পার গুরুতর আহত

মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার হরিতলায় গত বুধবার মধ্যরাতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক (৩৫) নিহত ও দুইজন আহত হয়েছেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এস.আই. কামাল হোসেন জানান- গত বুধবার রাত সাড়ে ১২টায় উল্লেখিত স্থানে পাথর বোঝাই ট্রাক (ঢাকা-মেট্রো ট-১৬-৪৫১১) এবং সিলেটগামী ট্রাক (চুয়াডাঙ্গা-ট- ১১-০৪৩৫) সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ট্রাক দুটি ধুমড়ে মুছড়ে যায়। এসময় একটি ট্রাকের ড্রাইভার স্টিয়ারিং’এ আটকা পড়ে। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আটকে পড়া চালক চুয়াডাঙ্গার টেংরা টিলা গ্রামের ইসটু মিয়ার ছেলে কিয়ামত উদ্দিন (৩৫) কে নিহত অবস্থায় ট্রাকের ভেতর লোহার পাত কেটে উদ্ধার করে। ঢাকাগামী পাথরবোঝাই ট্রাকের অপর চালক নজরুল ইসলাম (৩০) ও হেলপার ইছমাইল (৩৫) কে আহত অবস্থায় উদ্ধার করা হয়। হাইওয়ে পুলিশ নিহত চালকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.