,

বানিয়াচংয়ে ওয়েলফেয়ার ছাত্র সংগঠনের পুরষ্কার বিতরণ সভা

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং ওয়েলফেয়ার ছাত্র সংগঠনের উদ্যোগে গতকাল ভবানীপুর গ্রামের ফুটবল মাঠে ওয়েলফেয়ার মিনি ফুটবল টুর্ণামেন্টের পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। সংগঠনের সভাপতি নাসির উদ্দিন আফরুজের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বানিয়াচং-আজমিরিগঞ্জ থেকে নির্বাচিত সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন বানিয়াচঙ্গের উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম। প্রধান অতিথি তার বক্তৃতায় এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বিষয় তুলে ধরেন এবং এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয়ার আশ্বাস দেন। এ সময় তিনি বিভিন্ন উন্নয়ন মূলক কাজের প্রতিশ্র“তি দেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হুসেন খান, মুরাদপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম পাশা, তজমুল হক চৌধুরী, মোঃ আলী আকবর চৌধুরী, দরবেশ চৌধুরী, আব্দুস ছামাদ, জালাল উদ্দিন আহমেদ, সংগঠনের সাবেক সভাপতি নজরুল ইসলাম, দুলাল চৌধুরী, জুনেদ চৌধুরী, সংগঠনের প্রচার সম্পাদক আসিফুর রহামান চৌধুরী, সাদেক হুসেন, মোবাশ্বির হুসেন, আরিফ চৌধুরী প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.