March 25, 2025, 11:15 am

গ্যাসের সঠিক ও সর্ব্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার বাহুবলে মতবিনিময় সভায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত

স্টাফ রিপোর্টার ॥ অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, দেশের মহা মূল্যবান সম্পদ গ্যাসের সঠিক ও সর্ব্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। গৃহস্থালীতে গ্যাসের ব্যবহারের জন্য যথাযথ নীতিমালা তৈরি করা হচ্ছে। গ্যাসের অপচয় রোধে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, চা শ্রমিকদের বঙ্গবন্ধু ভোটের অধিকার দিয়েছিলেন। তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। তিনি গতকাল শুক্রবার সকালে বাহুবল উপজেলা পরিষদ হল রুমে স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী। জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির, এডভোকেট আব্দুল মজিদ খান এম.পি, এডভোকেট মাহবুব আলী এম.পি, এম.এ মুনিম চৌধুরী বাবু এম.পি ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্যে সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের রক্ষা করার জন্য যারা হরতাল আহবান করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। নানা প্রতিকুলতার মাঝে যে দেশ ৬.৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে সে দেশে হরতালের সংস্কৃতি বন্ধ করতে হবে। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় স্থানীয় নেতৃবৃন্দ শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, পৌরসভা, আয়রণমুক্ত পানি সরবরাহ প্রকল্প চালু, বিবিয়ানা ও রশিদপুর গ্যাস ক্ষেত্রের গ্যাস ঘরে ঘরে বাহুবল-নবীগঞ্জের ঘরে ঘরে সরবরাহ, রাস্তাঘাটের উন্নয়ন, উপজেলা হাসপাতালে ৫১ শয্যার কার্যক্রম চালু করণ প্রভৃতি দাবি-দাওয়া তোলে ধরেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.