,

ঈদ আড্ডায় মিশা সওদাগর অপু বিশ্বাস, নীরব ও দিঘী

সময় ডেস্ক : ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে নানা ধরণের অনুষ্ঠান। তারই ধারাবাহিকতায় প্রচার হবে চার পর্বের বিশের আড্ডার অনুষ্ঠান ‘ঈদ আড্ডা’। মাহফুজার রহমানের প্রযোজনায় যেখানে অংশ নিবেন রাজনৈতিক অঙ্গনের জনপ্রিয় ব্যক্তিত্বদের পাশাপাশি শোবিজের জনপ্রিয় তারকারা। ঈদের দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচারিত হবে রাজনীতিবিদদের নিয়ে আড্ডা।
জুলিয়া আলমের উপস্থাপনায় অনুষ্ঠানটিতে অংশ নিবেন স্থানীয় সরকার উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা ও তার সহধর্মিনী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এমপি ও তার সহধর্মিনী।
ঈদের দিন দুপুর ১টা ৩০ মিনিটে ঈদ আড্ডা অনুষ্ঠানে ফেরদৌস বাপ্পীর সঙ্গে আড্ডা দিবেন চলচ্চিত্র তারকা মিশা সওদাগর, অপু বিশ্বাস, নীরব ও দিঘী। জমজমাট এই আড্ডায় তারা কথা বলবেন চলচ্চিত্র অঙ্গনের পাশাপাশি ব্যক্তিগত নানা বিষয়ে। ঈদের ২য় দিন দুপুর ১টা ৩০ মিনিটে মৌসুমী মৌয়ের উপস্থাপনায় ঈদ আড্ডায় অংশ নিবেন নাট্যশিল্পী আজাদ আবুল কালাম, চিত্রলেখা গুহ, তুষার খান ও আনিকা কবির শখ। ঈদের ৩য় দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে অভিনেতা সাজু খাদেমের সঙ্গে আড্ডা দিবেন নাট্য দম্পতি আজিজুল হাকিম ও জিনাত হাকিম এবং এফ এস নাঈম ও নাদিয়া আহমেদ। এছাড়া আরও বেশ কিছু বিশেষ অনুষ্ঠান দেখা যাবে এবারের ঈদে।


Comments are closed.

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.