,

বাহুবলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাহুবল প্রতিনিধি : বাহুবলে মিরপুরস্থ দি হোপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপন উপলক্ষ্যে ‘শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার ও কৃতি শিক্ষক সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গতকাল দুপুর ১২টায় স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দি হোপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রভাষক মোঃ আইয়ূব আলী। এতে প্রধান আলোচক ছিলেন বাহুবল কলেজের অধক্ষ্য মোহাম্মদ আব্দুর রব শাহীন।
আলোচক ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ সোহেল রানা, আলিফ-সোবহান চৌধুরী সরকারি কলেজের ইংরেজী বিভাগের প্রধান রতন চন্দ্র দেব, সিনিয়র সাংবাদিক নূররুল ইসলাম মনি, করাঙ্গী নিউজ পোর্টালের সম্পাদক সিদ্দিকুর রহমান মাছুম, জেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপা দত্ত, বেসিক ব্যাংক মিরপুর শাখার সিনিয়র অফিসার কাওসার আহমেদ চৌধুরী, প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রণধীর চক্রবর্তী ও দি হোপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মনি শংকর দেব প্রমুখ। সেমিনারের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী নাফিজ আহমেদ। গীতা পাঠ করেন শিক্ষার্থী লিখা বণিক মম।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে স্কুলের সাদিয়া আক্তার, ফরিদা বেগম, সেলিনা আক্তার, সুনন্দা সূত্রধর, রীনা দেব, মামুনুর রশীদ, আবু নাহিদ ও প্রধান শিক্ষক মনি শংকর দেব-কে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ অংশগ্রহণ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.