এস এম খোকন : হবিগঞ্জের বানিয়াচংয়ের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্রকরে প্রতিপক্ষের চুরিকাঘাতে শাহাব উদ্দিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরী ইউপির মন্দরী গ্রামের আলিম উদ্দিনের পুত্র।
এলাকাবাসী সূত্রে জানাযায়, ঐ গ্রামের শুকুর আলীর পুত্র তোহিদুল মিয়া একই গ্রামের জামাল উদ্দিনের পুত্র সাকির উদ্দিনের নিকট থেকে বেশ কিছুদির পূর্বে একটি পুকুর লিজ নেয়। ওই সময় তৌহিদুল ৭ হাজার টাকা পরিশোধ করেন। দীর্ঘদিন হয়েগেলেও ২ হাজার টাকা পরিশোধ না করায় ছফিরের পক্ষে টাকা চান শাহাব উদ্দিন। শনিবার এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটিও হয়। একপর্যায়ে স্থানীয়রা বিষয়টি শান্ত করে দেন। এরই সূত্র ধরে গতকাল রবিবার সকাল ১১ ঘটিকায় তোহিদুল ও তার পক্ষের লোকজন সাকির উদ্দিনের পক্ষের শাহাব উদ্দিনকে চুরি দিয়ে কুপিয়ে মারাত্নক জখম করে। পরে চিকিৎসার জন্য বানিয়াচং সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বানিয়াচং থানার ওসি কবির হোসেন জানান, শাহাব উদ্দিন বাড়ি থেকে বের হয়ে আসলে তৌহিদুল ইসলামসহ ৪/৫ জন যুবক তার পথরোধ করেন। এসময় উপর্যূপোরি আঘাতের একপর্যায়ে ছুরিকাঘাত করেন তৌহিদুল। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে শাহব উদ্দিনের মৃত্যু হয়। ইতোমধ্যে ময়নাতদন্ত শেষ হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
Leave a Reply