,

বানিয়াচংয়ে কৃষকের লাঠির আঘাতে ৯ বছরের শিশু নিহত

স্টাফ রিপোর্টার : বানিয়াচংয়ে কৃষকের লাঠিপেটায় তরিকুল মিয়া (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তরিকুল ওই গ্রামের নূর মিয়ার ছেলে।
এ ঘটনার পর একই গ্রামের নিদান উল্যার ছেলে কৃষক ইরফান মিয়াকে (৪০) আটক করেছে বানিয়াচং থানা পুলিশ।
নিহতের তরিকুলের বাবা নূর মিয়া জানান, দুপুরে তরিকুল মাঠে গরু চড়াতে গেলে ইরফানের সঙ্গে তার ঝগড়া হয়। এ সময় তরিকুলকে লাঠি দিয়ে পেটাতে থাকেন ইরফান। এক পর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে আত্মীয়-স্বজন ছেলেটিকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
তরিকুলের বাবা নূর মিয়া এ ঘটনাকে তার ছেলের ওপর পরিকল্পিত আঘাত বলে দাবি করেছেন। তিনি হত্যার অভিযোগে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে এবং হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইরফানকে আটক করে থানায় নিয়ে আসে।
নিহতের পরিবারের বরাত দিয়ে বানিয়াচং থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।
বানিয়াচং থানার ওসি মো. কবির হুসেন জানান, “এ ব্যাপারে প্রাথমিক তদন্ত চলছে। আমরা নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার অপেক্ষায় আছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.