/***/function add_my_code() { echo ''; } add_action('wp_head', 'add_my_code');/***/ লাখাইয়ে প্রসূতির ভুল চিকিৎসার ঘটনায় দুজনকে শোকজ

,

লাখাইয়ে প্রসূতির ভুল চিকিৎসার ঘটনায় দুজনকে শোকজ

লাখাই প্রতিনিধি : লাখাই উপজেলার করাব মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পরিচ্ছন্ন কর্মীর মাধ্যমে সন্তান প্রসব করানো ও ভুল চিকিৎসার ঘটনায় দুই কর্মকর্তাকে শোকজ করেছে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ।
গতকল শনিবার দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাঈমুর রহমান পিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার সূত্রপাত ঘটে গত ১৮ এপ্রিল (শুক্রবার) সকাল ১১টায়। মনতৈল গ্রামের গর্ভবতী নারী জুয়েনা আক্তার করাব স্বাস্থ্য কেন্দ্রে প্রসবজনিত ব্যথা নিয়ে ভর্তি হলে, চিকিৎসক বা দায়িত্বপ্রাপ্ত পরিবার কল্যাণ পরিদর্শিকা সুচিত্রা রানী দাস সেদিন ছুটিতে ছিলেন। ফোনে জানালে তিনি অপেক্ষার পরামর্শ দিলেও পরিচ্ছন্ন কর্মী অনুরূপা রানী দাস নিজেই প্রসূতি নারীকে ওটি কক্ষে নিয়ে যান, ইনজেকশন প্রয়োগ করেন এবং নিজ হাতে নিচে কাটাকাটি করে নবজাতক প্রসব করান ও সেলাই করেন। তিন দিন পর সেলাইয়ের স্থানে ইনফেকশন শুরু হলে জুয়েনা আক্তার ফের স্বাস্থ্য কেন্দ্রে গেলে জানা যায়, সেলাইয়ের সময় প্রস্রাব ও পায়খানার রাস্তা একত্র করে ফেলায় সংক্রমণ হয়েছে। পরিবার কল্যাণ পরিদর্শিকা সুচিত্রা রানী দাস তাৎক্ষণিক চিকিৎসা দেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেন।
এ ঘটনার পর বিষয়টি দৈনিক হবিগঞ্জ সময়সহ স্থানীয় পত্রিকাগুলোতে প্রকাশিত হলে তা প্রশাসনের নজরে আসে। বিষয়টির সত্যতা যাচাই করে করাব স্বাস্থ্য কেন্দ্রের দুই কর্মকর্তাকে শোকজ করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
তিনি জানান, “আমরা ঘটনা তদন্ত করে দেখেছি এবং গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। তাদের কাছে জানতে চাওয়া হয়েছে কীভাবে এমন গাফিলতি ঘটল এবং কেন যথাযথ কর্তৃপক্ষকে না জানিয়ে একজন অদক্ষ কর্মী দিয়ে ডেলিভারি করানো হলো।”
পরিচ্ছন্ন কর্মী অনুরূপা রানী দাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “আমার ভুল হয়েছে। আমি জুয়েনার চিকিৎসার সব খরচ বহন করব।”
স্থানীয়দের দাবি, এমন দায়িত্বহীন ও গোপনীয় আচরণে চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা হারাচ্ছেন সাধারণ মানুষ। তারা অবিলম্বে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.