/***/function add_my_code() { echo ''; } add_action('wp_head', 'add_my_code');/***/ লাখাইয়ে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে বৃদ্ধের প্রাণহানী

,

লাখাইয়ে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে বৃদ্ধের প্রাণহানী

কামরুল হাসান সুজন, লাখাই : লাখাই উপজেলার ধলেশ্বরী নদীর তীরে বজ্রপাতে আজগর আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার (১২ মে) সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়রা নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। আজগর আলী লাখাই উপজেলার সুজনপুর গ্রামের বাসিন্দা।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী বলেন, সকাল সাড়ে ৯টার দিকে নিজের গরু চড়ানোর জন্য আজগর আলী গ্রামের অদূরে ধলেশ্বরী নদীর তীরে যান। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে বাড়ি নেওয়া হয়।
এ ব্যাপারে লাখাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাকিবুল ইসলাম বলেন, বজ্রপাতে মৃত ব্যক্তির পূর্ণাঙ্গ পরিচয়সহ বিস্তারিত তথ্য হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। তার পরিবারকে সরকারি সহযোগিতা দেওয়া হবে।


     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.